Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee at Bhabanipur: মমতার বুথ, অভিষেকের বাড়ির সামনে থেকে ভবানীপুরে প্রচার শুরু করছেন সুকান্ত

Last Updated:

দায়িত্ব নেওয়ার পর ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে বুধবার থেকেই প্রচার শুরু করতে চলেছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি (Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee)৷

মমতাকে হারানো নিয়ে বড় দাবি সুকান্তের৷
মমতাকে হারানো নিয়ে বড় দাবি সুকান্তের৷
#কলকাতা: দায়িত্ব পেয়েই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব বলে দাবি করেছেন বিজেপি-র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee)৷ এবার ভবানীপুরে (Bhabanipur By Poll) মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথের ভোটার, সেই মিত্র ইন্সস্টিটিউশনের সামনে থেকেই প্রচার শুরু করছেন সুকান্ত৷ ওই জায়গা থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি৷
দায়িত্ব নেওয়ার পর ভবানীপুরে (Bhabanipur By Poll) বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে বুধবার থেকেই প্রচার শুরু করতে চলেছেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি৷ বিজেপি সূত্রে খবর, আগামিকাল ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জী রোড ও সুহাষিনী গাঙ্গুলি রোডের ক্রসিংয়ে মিত্র ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে প্রচার শুরু করবেন সুকান্ত। এই স্কুলেই প্রত্যেক নির্বাচনে ভোট দেন মুখ্যমন্ত্রী৷ সেখান থেকেই প্রচার শুরু করে কার্যত মমতার পাড়ায় গিয়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়়ে দিতে চাইছেন বিজেপি রাজ্য সভাপতি৷ শুধু তাই নয়, ওই জায়গা থেকে একটি বাঁক ঘুরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি৷ ফলে ভবানীপুরে বিজেপি সভাপতির প্রচারের স্থান নির্বাচনের মধ্যে রাজনৈতিক বার্তা স্পষ্ট৷
advertisement
advertisement
ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কার্যত হুঙ্কার ছেড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, 'বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেয়ে গেলে বার বার মানুষ মারার চেষ্টা করে৷ আমরাও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হারিয়েছি৷ ভবানীপুরেও ফের তাঁকে হারানোর চেষ্টা করব৷' বিজেপি -র নবনিযুক্ত রাজ্য সভাপতির এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির৷ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'বাঘকেও অনেকে বাঘরোল ভেবে ভুল করেন৷ বাঘরোল যদি নিজেকে বাঘ ভাবে, ক্ষতি কী!'
advertisement
ভবানীপুরে প্রার্থী দেওয়া নিয়েই যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল বিজেপি-কে৷ কোনও বড় নেতা মমতার বিরুদ্ধে প্রার্থী হতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেই মমতার বিরুদ্ধে দাঁড় করায় বিজেপি৷ যে দিলীপ ঘোষ তাঁর ডাকাবুকো ভাবমূর্তি এবং গরমাগরম মন্তব্যের জন্য পরিচিত, তাঁর মুখেও ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শোনা যায়নি৷ সেখানে দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় গিয়েই তাঁকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন সুকান্ত মজুমদার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar throws challenge to Mamata Banerjee at Bhabanipur: মমতার বুথ, অভিষেকের বাড়ির সামনে থেকে ভবানীপুরে প্রচার শুরু করছেন সুকান্ত
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement