TRENDING:

Sujit Bose: 'প্রমাণ হলেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাব', ইডি বেরিয়ে যেতেই চ্যালেঞ্জ ছু়ড়লেন সুজিত

Last Updated:

সুজিত বসু ছাড়াও তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এ দিন অভিযান চালায় ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তাঁর বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে গিয়েছে ইডি৷ তার পরেই কেন্দ্রীয় তদন্তকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে সুজিত বসু দাবি করলেন, চাকরি অথবা কোনও কাজের জন্য কোনওদিন কারও থেকে কোনও রকম সুবিধা নেননি তিনি৷ অভিযোগ প্রমাণ করতে পারলে আজই তিনি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাবেন বলেও দাবি করেছেন দমকল মন্ত্রী৷
ইডি-র তল্লাশির পর শ্রীভূমির বাড়িতে দমকল মন্ত্রী সুজিত বসু৷
ইডি-র তল্লাশির পর শ্রীভূমির বাড়িতে দমকল মন্ত্রী সুজিত বসু৷
advertisement

এ দিন সকাল থেকে সুজিত বসুর শ্রীভূমির বাড়ি এবং অফিসে তল্লাশি শুরু করে ইডি৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে তার পর দমকলমন্ত্রীর বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ মন্ত্রীর ফোন সহ বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা৷

advertisement

ইডি-র দল বেরিয়ে যাওয়ার পরই সাংবাদিক বৈঠক করে সুজিত বসু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং মেয়ে ইডি-র সব প্রশ্নের জবাব দিয়েছি৷ ৪৫ বছর রাজনীতি করছি৷ কাউন্সিলর হয়েছি, বিধায়ক হয়েছি৷ যে ঘটনার সঙ্গে আমি যুক্ত না, যোগাযোগ নেই, সেই ঘটনায় নাকি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে যে আর্থিক তছরূপের সঙ্গে নাকি আমাদের যোগ আছে৷ যদি কাজের ক্ষেত্রে কেউ সুজিত বসুকে এক পয়সা দিয়ে থাকে, আজকেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেব৷’

advertisement

আরও পড়ুন: মোবাইল বাজেয়াপ্ত করল ইডি, ম্যারাথন তল্লাশি শেষে কী বললেন তাপস রায়?

পাশাপাশি সুজিত বসু অভিযোগ করেন, ‘আমি দমকলের মতো জরুরি দফতরের মন্ত্রী৷ আমার কাছে একটা ফোন পর্যন্ত নেই৷ বার বার ওদেরকে আমি বলেছিলাম, যাই তথ্য নেওয়ার নিন, কিন্তু ফোনটা ফেরত দিয়ে যান৷ যদিও ওরা তা শোনেনি৷’

advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেছেন সুজিত বসু৷ দমকল মন্ত্রী বলেন, শুভেন্দু নাকি বলেছে শীতের পোষাক গুছিয়ে রাখুন, জেলে যেতে হবে৷ আগামিকাল শীতের পোষাক গুছিয়ে গঙ্গাসাগর যাচ্ছি৷ তার পর তো ফিরব৷ ওই বিরোধী দলেনতাকে বলছি, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছো৷ আয়নায় নিজের মুখটা দেখুন৷ বলছে সুজিত বোস তো রোল বিক্রি করত৷ হ্যাঁ গর্বের সঙ্গে রোল বিক্রি করতাম৷ প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন৷ নিজের প্রধানমন্ত্রীকেই তো অপমান করছেন৷ ইডি-কে দোষ দেব না৷ এর জবাব আমরা রাজনৈতিক ভাবে দেব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুজিত বসু ছাড়াও তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও এ দিন অভিযান চালায় ইডি৷ সর্বত্রই অবশ্য ম্যারাথন তল্লাশি চালিয়ে এবং জিজ্ঞাসাবাদ করে সন্ধের পর ফিরে যান ইডি কর্তারা৷ সুজিত বসুকেও প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷ সুজিত অবশ্য এ দিন দাবি করেন, ‘আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব তো আমার নয়৷ অভিযোগ থাকলে প্রমাণ করুন, সব জবাব দেব৷ কাউকে যদি নিঃস্বার্থ ভাবে সাহায্য করি, তার জন্য জেলে পচতে হলেও পচতে তৈরি৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujit Bose: 'প্রমাণ হলেই মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠাব', ইডি বেরিয়ে যেতেই চ্যালেঞ্জ ছু়ড়লেন সুজিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল