সন্দেশখালির ঘটনার পর আজ অভিযানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক সিআরপিএফ। হেলমেট পরে ডিউটি করছেন সিআরপিএফ জওয়ানরা। ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান দমকলমন্ত্রী সুজিত বসু। এদিকে, তাপস রায়ের 105, বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতেও হানা দিয়েছে ইডি। তাপস রায়ের বাড়ির অফিসের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর অফিসেও তল্লাশি চালাচ্ছে ইডি।
advertisement
আরও পড়ুন: ‘ব্যাগ গোছানো শুরু করুন’, ইডি হানার পরই সুজিত বসুর ‘ভবিষ্যৎ’ জানালেন শুভেন্দু!
এদিন ভোর হতে না হতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এলাকায় পৌঁছে যান ইডি আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকাই ছেয়ে যায় কেন্দ্রীয় বাহিনীতে। তারপর দমকলমন্ত্রী সুজিত বসু যে বাড়িতে থাকেন সেখানে পৌঁছয় ইডির টিম। সেখানে চলছে তল্লাশি, একইসঙ্গে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদও করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
আরও পড়ুন: কেন সুজিতের বাড়িতে ইডি, রয়েছে ‘বড়’ কারণ! তাপসের অফিসেও মহিলা অফিসারের তল্লাশি
এদিকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সুবোধ চক্রবর্তীর বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি৷ নিজের আত্মীয় ও ঘনিষ্ঠদের উত্তর দমদম পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবোধ। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷ ইডির তদন্তে এই তথ্যই উঠে এসেছে। তার ভিত্তিতেই সুবোধকে জিজ্ঞাসাবাদ করতে আজ, শুক্রবার তাঁর বাড়ি পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা ৷ বিরাটি খলিসাকোটা পল্লিতে পৌঁছে যায় ইডির টিম ৷