TRENDING:

নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সকাল থেকে রেইড, আটক সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকার

Last Updated:

ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সুব্রতের বাড়িতে অভিযান চালাচ্ছে তদন্তাকারী সংস্থা। ইডির চার সদস্যের প্রতিনিধি এবং এসবিআইয়ের দুই আধিকারিক-সহ মালাকারের পানিহাটির বাড়িতে আসে কেন্দ্রীয় সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নতুন আটক সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকার। সোমবার সকাল থেকেই শুরু হয় কলকাতা শহর ও শহরতলির নানা অঞ্চলে ইডি ও সিবিআই রেইড। সোদপুরের রাজেন্দ্রপল্লি এলাকায় অভিযুক্তর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এদিন, দক্ষিণ কলকাতার রানিকুঠীতেও এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে সিবিআই-এর একটি দল।
advertisement

সূত্রের খবর, ব্যাঙ্কের কর্মীদের নিয়ে সুব্রতের বাড়িতে অভিযান চালাচ্ছে তদন্তাকারী সংস্থা। ইডির চার সদস্যের প্রতিনিধি এবং এসবিআইয়ের দুই আধিকারিক-সহ মালাকারের পানিহাটির বাড়িতে আসে কেন্দ্রীয় সংস্থা। সোমবার সকাল সাড়ে আটটা থেকে কয়েকঘণ্টা চলেছে সুব্রত মালাকার এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, সবার মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালায় ইডি। তাঁরা খতিয়ে দেখেন বাড়ির বিভিন্ন ফাইল এবং নথি।

advertisement

আরও পড়ুন: বাংলায় আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ! বিরাট ঘোষণা মমতার, করলেন আফশোসও

আরও পড়ুন: প্রশ্ন নিরাপত্তার, পার্থর পর এবার অনুব্রতেরও ভার্চুয়াল শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে, সোমবার সকালে কেষ্টপুরের স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৬-৭ জন আধিকারিক রাজু হিরা নামের ওই ব্যক্তির বাড়িতে পৌঁছন। এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েক বছরের রাজুর সম্পত্তির পরিমাণ পাহাড়প্রমাণ বেড়েছে।  জানা গিয়েছে, সোমবার সকাল ন’টার পরে কেষ্টপুরের জগতপুর এলাকায় রাজু হিরার বাড়িতে আসে ইডি।  তিনি ব্যবসায়ী, তাঁর বাড়ির সামনে দোকানও রয়েছে। পরিবার নিয়ে এই জগতপুরের বাড়িতেই থাকেন রাজু।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সকাল থেকে রেইড, আটক সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল