প্রশ্ন নিরাপত্তার, পার্থর পর এবার অনুব্রতেরও ভার্চুয়াল শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আগামীতে বীরভূমের তৃণমূল সভাপতিকে আদালতের শুনানি প্রক্রিয়ায় ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক, অনুব্রতকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিতে দেওয়া হোক।
#কলকাতা: গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোল সংশোধনাগারে বন্দি। আগামীতে বীরভূমের তৃণমূল সভাপতিকে আদালতের শুনানি প্রক্রিয়ায় ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক, অনুব্রতকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিতে দেওয়া হোক। বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে চিঠি দিয়ে এমন আবেদনই করলেন আসানসোল জেলের সুপার কৃপাময় নন্দী। কারণ? অনুব্রতর নিরাপত্তা!
প্রসঙ্গত, ২৩ অগাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়, আর সশরীরে নয়৷ এবার থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সশরীরে আদালতে পেশ করার ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে, এই আশঙ্কা থেকেই আদালতের কাছে এই অনুমতি চেয়েছিল প্রেসিডেন্সি এবং আলিপুর জেল কর্তৃপক্ষ৷ সেই আবেদনেই সাড়া দিয়েছিলেন বিচারক৷ জেলে বসেই ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও পার্থ আদালতের কাছে আবেদন জানান, সশরীরে আদালতে হাজিরা দিতে চান তিনি। এটা তাঁর মৌলিক অধিকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 1:11 PM IST