২০২২ সালের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুবীরেশকে গ্রেফতার করে সিবিআই৷ তখন তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল শিক্ষক দুর্নীতির সময় এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ৷ প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপিতে তিনিই প্রধান ভূমিকা নেন বলে অভিযোগ ছিল সিবিআইয়ের৷ অতীতেও সুবীরেশ জামিনের আবেদন করেছেন৷ অবশেষে এই মামলায় জেলমুক্তির নির্দেশ পেলেন তিনি৷
advertisement
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বছরের ২২ জুলাই ইডি হানা দিয়েছিল তাঁর নাকতলার বাসভবনে। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ।
সূত্রের খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা পড়ে গিয়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে সই করলেই সেই টাকা প্রেসিডেন্সি জেলে জমা হবে, আর তার পরেই ঘরে ফেরার অপেক্ষা শেষ হবে। বর্তমানে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ।
আরও পড়ুন: ‘পরিবর্তন ২০১১ সালে হয়নি, আমরা ভুল করেছি’! নন্দীগ্রামে বললেন শুভেন্দু
এর আগেও একাধিকবার জামিনের আবেদন করেন পার্থ, এমনকি সুপ্রিম কোর্টেও যান তিনি। অবশেষে গত বছরের ডিসেম্বরে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়—নির্দিষ্ট শর্তসাপেক্ষে জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তার আগে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড শেষ হতে হবে। এখন সব শর্ত পূরণ হওয়ার পর তাঁর মুক্তি কেবল সময়ের অপেক্ষা।
