শুধু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই নির্বাচন নয়, পঞ্চায়েত ভোট প্রসঙ্গে একগুচ্ছ দাবির উল্লেখ করা হয়েছে শুভেন্দুর আর্জিতে। যেমন, কোনও এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
আদালতে জানানো আবেদনে শুভেন্দু দাবি করেছেন, পঞ্চায়েত ভোটের আসন পুর্নর্বিন্যাস (ডিলিমিটেশন) সঠিক ভাবে করা হয়নি৷ নিজের আর্জিতে আইন মেনে নির্দিষ্ট পদ্ধতিতে এই পুর্নর্বিন্যাস করানোর দাবি জানিয়েছেন শুভেন্দু।
advertisement
এছাড়া, বিজেপি নেতার দাবি, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে নানা ভাবে হেনস্থার শিকার হতে হয় বিজেপি প্রার্থীদের। তাই, বিডিও অফিসের পাশাপাশি, জেলাশাসক এবং রাজ্য নির্বাচন কমিশনের দফতরেও পঞ্চায়েতের মনোনয়ন পত্র দাখিলের সুযোগ দেওয়া হোক প্রার্থীদের।
আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে
পঞ্চায়েত ভোটে ব্যাপক কারচুপি এবং হিংসার আশঙ্কা করছে বিরোধী বিজেপি। তাঁদের দাবি, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হতে পারে। ভয় দেখানো হতে পারে ভোটারদেরও। তাই বিধানসভা, লোকসভা ভোটের মতো পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়াচ্ছে পদ্মশিবির।