TRENDING:

Mamata Banerjee: 'মিড ডে মিল'-এর টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সফর! ট্যুইটে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

Last Updated:

অন্য খাতে ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলের টাকা। এর আগেও এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মিড ডে মিল নিয়ে আবারও বিস্ফোরক অভিযোগ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একাধিক নথি ট্যুইট করে শুভেন্দুর দাবি, মিড ডে মিল-এর টাকা দিয়েই হিঙ্গলগঞ্জ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্য়ায়
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্য়ায়
advertisement

বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ করা ট্যুইটে একাধিক নথি তুলে ধরেছেন শুভেন্দু। লিখেছেন, "স্কুলের বাচ্চাদের খাবারের থালা থেকে টাকা নিয়ে নিজের সফরের খরচ মেটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কী লজ্জার কথা!"

আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২

এর পরেই তাঁর মন্তব্য, "গত নভেম্বরের মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ সফরের খরচ মেটাতে মিড ডে মিল-এর তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তফশিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ টাকাও মুখ্যমন্ত্রীর সফরে ব্যবহার করা হয়েছে।"

advertisement

যদিও শুভেন্দুর এহেন অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির। সাংসদ শান্তনু সেনের কাছে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "উনি (শুভেন্দু) পারলে সারাদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, তা উনি কোনও দিনও করতে পারবেন না।"

advertisement

আরও পড়ুন: পরীক্ষার দিনই উপনির্বাচন, পরিবর্তন হতে পারে এ বছরের মাধ্যমিকের সময়সূচির

এর আগেও মিড ডে মিল ব্যবস্থায় একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে চিঠি লিখেছিলেন শুভেন্দু। চিঠিতে মিড ডে মিল-এর টাকা নয়ছয়ের অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় অডিট টিম পাঠানোর আর্জিও জানিয়েছিলেন তিনি।

ধর্মেন্দ্র প্রধানকে পাঠানো ওই চিঠিতে বিজেপি নেতা দাবি করেছিলেন, অনৈতিক ভাবে ফান্ড ডাইভারশন, মিড ডে মিলের ভুয়ো বিল তৈরি করা সহ একাধিক পথে মিড ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য সরকার। এমনকি, শাসকদল তাদের ব্যক্তিগত স্বার্থেও এই প্রকল্পের টাকা ব্যবহার করছে বলে অভিযোগ বিজেপি নেতার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারপরেই রাজ্যের মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধ দল পাঠানোর নির্দেশ দেয় মন্ত্রক। আগামী ২০ জানুয়ারি এ রাজ্যে এসে পৌঁছনোর কথা তাদের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'মিড ডে মিল'-এর টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সফর! ট্যুইটে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল