TRENDING:

'ডিসেম্বর থেকে সরকার চালাতে দেব না', তৃণমূলকে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর

Last Updated:

"৮০ ভাগ মানুষ নীরবে বিজেপির সঙ্গে আছে। ঠিক সময়ে সিগন্যাল দিলেই চলে আসবে"। শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে শোরগোল।   

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একের পর এক দুর্নীতির অভিযোগে যখন অস্বস্তিতে তৃণমূল। ঠিক তখনই আরও একবার শাসকদলের চাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ডিসেম্বর থেকে সরকার চালাতে দেব না'। হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
advertisement

যে কোনও রাজনৈতিক কর্মসূচিতেই তাঁর নিশানায় থাকে নিজের পুরনো দল তৃণমূল। কখনও তাঁর নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কখনও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র মমতা বা অভিষেকই নয়, তৃণমূলের সবাই চোর বলে দাবি করে বারবারই হুঙ্কার শোনা যায় শুভেন্দুর মুখে। শনিবার রাতে বেহালার একটি দলীয় কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারীর হুশিয়ারি, 'আগামী ডিসেম্বর মাস থেকে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে আর চলতে দেব না'।

advertisement

আরও পড়ুন: ওরাকল স্পিকস ১৮ সেপ্টেম্বর: দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

এর আগে একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, ২০২৪ এর লোকসভার সঙ্গে সঙ্গে এ রাজ্যে বিধানসভার ভোটও হবে। কখনও বলেছেন,' ডিসেম্বর মাসে সরকার পড়ে যাবে'। আর এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, ডিসেম্বর মাস থেকে আর এই সরকার চলতে দেওয়া হবে না'। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল। শিক্ষক নিয়োগ কাণ্ডে অনেকেই বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে।

advertisement

আরও পড়ুন: আজ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন

এই পরিস্থিতিতে তৃণমূল সরকারের পতন যে এখন শুধুই সময়ের অপেক্ষা  তা বলতে শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির একাধিক নেতার বক্তব্যে । তবে শুভেন্দু অধিকারীর এদিনের সরকারকে চলতে না দেওয়ার হুঁশিয়ারি রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি সপ্তাহেই বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের চার নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, '১০০ দিনের কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠ করে সম্পত্তি বাড়িয়েছেন'। শুভেন্দু বলেন, "আগামী দিনে সব প্রমাণ করে দেব। কার্যালয় বসে টাকা নিচ্ছেন সেই ছবিও আগামী দিনে প্রকাশ করব। আমরা প্রমাণ করব ৯৯.৯% তৃণমূলের সবাই অসৎ। ২০১৮ থেকে ২০২১ সাল অবধি এদের সম্পদ বেড়েছে। এদের এক্সপোজ করব। আমার বিরুদ্ধে যতই কুরুচিপূর্ণ আক্রমণ করুক৷ আমাকে দমাতে পারবে না'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুভেন্দু এদিন বলেছিলেন, "দক্ষিণ ২৪ পরগণা জেলা দিয়ে আজ শুরু। প্রামাণ্য দলিল শুধু নয়। ধাপে ধাপে  তৃণমূল নেতাদের উৎকোচও নেওয়ার ভিডিও প্রকাশ করব'। বিশ্বকর্মা পুজোর দিন শুভেন্দু অধিকারীর ইঙ্গিত পূর্ণ মন্তব্য, "৮০ ভাগ মানুষ আমার তথা বিজেপির সঙ্গে আছে। বাইরে থেকে বুঝতে পারবেন না। আমি ঠিক সময় সিগন্যাল দেব"। শনিবার হলদিয়ায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবিও করেন শুভেন্দু অধিকারী। আর তার ঠিক পরে পরে এদিনই রাতে বেহালায় শুভেন্দুর হুঁশিয়ারি, ' ডিসেম্বর মাস থেকে সরকার চালাতে দেব না'।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ডিসেম্বর থেকে সরকার চালাতে দেব না', তৃণমূলকে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল