সঠিকভাবে ঠিক কী ঘটনা ঘটেছিল তা এখনও জানা যায়নি৷ এখনও ছাত্রীটি ট্রমাতে রয়েছে। তার কাছ থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কী ঘটেছিল জানতে চাইছে।
এদিকে এর আগে জানা গিয়েছিল স্কুল থেকেই নিখোঁজ হয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল নিখোঁজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। গত সোমবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী।
advertisement
আরও পড়ুন – Healthy Lifestyle: শরীরে জোর পাচ্ছেন না, সব কাজেই দুর্বলতা, কয়েকটি জুসে জাস্ট হুহু করে শক্তি বাড়বে
নিখোঁজ ছাত্রীর বয়স ১৪ বছর। কিশোরী ছাত্রীকে তার বাবা মা প্রতিদিন স্কুল থেকে আনতে যেত। সোমবারও স্কুলে আনতে যাওয়ার পর ছাত্রীর বাবা মা দেখেন স্কুলে নেই তাঁদের সন্তান।
কিন্তু স্কুল থেকে কীভাবে নিখোঁজ হল ওই ছাত্রী? অভিভাবক ছাড়াই কেন স্কুল থেকে ছাড়া হল মেয়েকে? স্কুলের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানান হয়নি। এখনও পর্যন্ত ওই কিশোরীর নিখোঁজের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
Shanku Santra