আরও পড়ুন- বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট, ভাগ্য নির্ধারণ তেজস্বী সহ ১৩১৪ জন প্রার্থীর
এই উদ্ভাবনী পদক্ষেপের মূল লক্ষ্য হল রেললাইনে অননুমোদিতভাবে চলাচলের মতো অনিরাপদ আচরণ বন্ধ করা। যা যাত্রীদের জীবন যেমন বিপন্ন করে, তেমনই ট্রেন চলাচলের নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করে। কোনও হঠকারিতা আপনার নিজের জীবনই নয়, সহযাত্রীর জীবনকেও বিপদের মুখে ঠেলে দিতে পারে। বর্তমানে শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম প্রান্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ফেন্সিং স্থাপনের কাজ শুরু হয়েছে, যাতে কেউ শারীরিকভাবে লাইনে প্রবেশ করতে না পারেন। এই গুরুত্বপূর্ণ কাজের প্রথম ধাপ শুরু হয়েছে যাদবপুর স্টেশনে, এবং শীঘ্রই এই নিরাপত্তা ব্যবস্থা বিভাগের অন্যান্য নির্বাচিত স্টেশনেও সম্প্রসারিত করা হবে।
advertisement
এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে নির্দিষ্ট নিরাপদ পথ—যেমন ফুটওভার ব্রিজ (FOB), সাবওয়ে দিয়েই হবে, ফলে ট্রেনে কাটা পড়ার ঘটনা কার্যকরভাবে কমে যাবে। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী রাজীব সাক্সেনা বলেন, “নিরাপত্তা শুধু অগ্রাধিকার নয়, এটি আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। এই বেড়া স্থাপন একটি প্রয়োজনীয় পদক্ষেপ, যা মুহূর্তের অসাবধানতার কারণে ঘটে যাওয়া অপ্রয়োজনীয় দুর্ঘটনা রোধ করবে। আমরা সকল যাত্রীকে অনুরোধ করছি—কয়েক মিনিট বাঁচাতে নিজের মূল্যবান জীবন ঝুঁকিতে ফেলবেন না।”
