TRENDING:

পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

Last Updated:

মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন, ৯০০০ কিমি রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্রামে গ্রামে রাস্তা নির্মাণের গুণমান বজায় রাখতে জেলাশাসকদের কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব। পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া রাস্তাগুলির মান নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না বলে জানানো হয়েছে।
News18
News18
advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ মুখ্য সচিব রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই রাস্তার গুণগত মান রক্ষা, দ্রুত টেন্ডার সম্পন্ন করা এবং কাজের নিয়মিত তদারকি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি।

শীত এলেই সাপেরা কোথায় ‘ভ্যানিশ’ হয়ে যায় জানেন? ঘুম নাকি জীবনই শেষ? বিজ্ঞানীরা যা বলছেন

advertisement

চোখে দেখা না গেলেও, ফুলকপিতে থিকথিক করছে পোকা! সহজ পদ্ধতিতে গলগলিয়ে বের করে দিন, বার বার ধুতেও হবে না!

বৈঠকে মুখ্য সচিব স্পষ্টভাবে বলেন, “রাস্তার মান যাতে ঠিক থাকে, সেটা জেলা প্রশাসনকে কড়া নজরে রাখতে হবে।” শুধু জেলা স্তরেই নয়, রাজ্য স্তর থেকেও বিশেষ টিম বিভিন্ন জেলায় গিয়ে রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় সারা রাজ্যে আরও ৯,০০০ কিলোমিটারের বেশি নতুন গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। গ্রামীণ সংযোগ বৃদ্ধির পাশাপাশি পরিবহণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল