আরও পড়ুন- গত ৩০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা! হড়পা বানে পাকিস্তানে মৃত ৫৫০ মানুষ
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কাঁথির সাংসদ শিশির। তিনি জানিয়েছেন, ‘‘আমাকে চিকিৎসকেরা এখনও ভোট দিতে যাওয়ার অনুমতি দেননি।’’ আর তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘এ বিষয়ে আমি কোনও সিদ্ধান্ত নিইনি।’’ তাই তাঁরা কেউ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না বলেই মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন সাংসদ পিতা-পুত্র। গত মাসেই রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে গিয়ে ভোট দিয়েছিলেন শিশির-দিব্যেন্দু। কারণ, তৃণমূল নেতৃত্বের নির্দেশ ছিল, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিংহ ও মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াই কেবলমাত্র দিল্লিতে ভোট দেবেন।
advertisement
আরও পড়ুন- 'সিদ্ধান্ত জানান', উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির-দিব্যেন্দুকে চিঠি তৃণমূলের
আর বাকি সাংসদেরা ভোট দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভাতে। দিল্লিতে গিয়ে ভোট দিলেও, শিশির-দিব্যেন্দু দাবি করেছিলেন, দ্রৌপদী মুর্মু যোগ্য প্রার্থী হলেও, দলীয় নির্দেশ মেনে তাঁরা যশবন্ত সিন্হাকেই ভোট দিয়েছেন। রাজনৈতিক অঙ্ক অনুযায়ী, এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনখড় বিরোধী ইউপিএ শিবিরের প্রার্থী মার্গারেট আলভার থেকে অনেকটাই এগিয়ে। অপর দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ধনখড়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেশ ভালই ছিল। কিন্তু ভোটের আবহে ধোঁয়াশা জারি অধিকারী পরিবারের৷
ABIR GHOSHAL