TRENDING:

Vice President Election: শিশির, দিব্য়েন্দু ভোট দেবেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে? রয়ে গেল বিস্তর ধোঁয়াশা

Last Updated:

Vice President Election: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কাঁথির সাংসদ শিশির। তিনি জানিয়েছেন, ‘‘আমাকে চিকিৎসকেরা এখনও ভোট দিতে যাওয়ার অনুমতি দেননি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উপরাষ্ট্রপতি নির্বাচন আজ। সেই নির্বাচনে ভোট দেবেন কিনা অধিকারী পরিবারের দুই সদস্য। তাই নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন কাঁথি ও তমলুকের দুই সাংসদ। আজ দিল্লির সংসদ ভবনে হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। লোকসভা ও রাজ্যসভার সাংসদেরা ভোট দেবেন এই নির্বাচনে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকবে। তাই তৃণমূল সাংসদেরা লোকসভার অধিবেশনে যোগ দিলেও, আজ কেউ ভোট দিতে সংসদে যাবেন না। দীর্ঘদিন হয়ে গেল কাঁথির অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সেই অর্থে কোনও সম্পর্কই নেই, তবে খাতায়কলমে ওই পরিবারের পিতা-পুত্র শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এখনও রাজ্যের শাসকদলের সাংসদ। দলীয় সিদ্ধান্ত মেনে তাঁরা ভোটদান প্রক্রিয়ায় অংশ নেবেন না বলেই মনে করা হচ্ছে। তবে দিনভর অপেক্ষা করতে হবে তাদের সিদ্ধান্ত কি হয় সেটা দেখার জন্য।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

আরও পড়ুন- গত ৩০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা! হড়পা বানে পাকিস্তানে মৃত ৫৫০ মানুষ

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কাঁথির সাংসদ শিশির। তিনি জানিয়েছেন, ‘‘আমাকে চিকিৎসকেরা এখনও ভোট দিতে যাওয়ার অনুমতি দেননি।’’ আর তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘এ বিষয়ে আমি কোনও সিদ্ধান্ত নিইনি।’’ তাই তাঁরা কেউ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না বলেই মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন সাংসদ পিতা-পুত্র। গত মাসেই রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে দিল্লিতে গিয়ে ভোট দিয়েছিলেন শিশির-দিব্যেন্দু। কারণ, তৃণমূল নেতৃত্বের নির্দেশ ছিল, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিংহ ও মথুরাপুরের সাংসদ চৌধুরী মোহন জাটুয়াই কেবলমাত্র দিল্লিতে ভোট দেবেন।

advertisement

আরও পড়ুন- 'সিদ্ধান্ত জানান', উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির-দিব্যেন্দুকে চিঠি তৃণমূলের

আর বাকি সাংসদেরা ভোট দেবেন পশ্চিমবঙ্গ বিধানসভাতে। দিল্লিতে গিয়ে ভোট দিলেও, শিশির-দিব্যেন্দু দাবি করেছিলেন, দ্রৌপদী মুর্মু যোগ্য প্রার্থী হলেও, দলীয় নির্দেশ মেনে তাঁরা যশবন্ত সিন্‌হাকেই ভোট দিয়েছেন। রাজনৈতিক অঙ্ক অনুযায়ী, এনডিএ  শিবিরের প্রার্থী জগদীপ ধনখড় বিরোধী ইউপিএ শিবিরের প্রার্থী মার্গারেট আলভার থেকে অনেকটাই এগিয়ে। অপর দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন ধনখড়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেশ ভালই ছিল। কিন্তু ভোটের আবহে ধোঁয়াশা জারি অধিকারী পরিবারের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vice President Election: শিশির, দিব্য়েন্দু ভোট দেবেন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে? রয়ে গেল বিস্তর ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল