আরও পড়ুন - করোনার পর ফ্লরোনা, এক সঙ্গে কোভিড ও ইনফ্লুয়েঞ্জা, শুরু মারণ রোগের দাপট
রাজ্যে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির খবর আসতে শুরু করে শেষ কয়েকদিন ধরে। কিন্তু শেষ পাঁচদিন ধরে তা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এর আগে করোনা আক্রান্ত হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও ভর্তি হন হাসপাতালে। এ ছাড়া করোনায় আক্রান্ত হন কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর চেয়ারম্যান তথা ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বসু। পাশাপাশি, করোনায় আক্রান্ত হন সস্ত্রীক বিধায়ক তাপস রায়ও। রাজ্যে ক্রমে গুণিতকে বাড়তে থাকে সংক্রমণ।
advertisement
আরও পড়ুন -১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Corona Vaccine-এর নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা দিতে থাকে কলকাতা শহরে। কলকাতায় মাত্র আড়াইশোর ঘর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় প্রায় দু'হাজারের কাছাকাছি। তিন দিনের মধ্যে মাত্রা ছাড়া সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিধিনিষেধের কড়াকড়ি প্রয়োজনে আবার ফিরিয়ে আনতে হবে। তার পরেই কলকাতায় ১১টি কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা করে কলকাতা পুরসভাও।