TRENDING:

Swasthya Sathi Scheme: অনিয়ম অনুযায়ী নির্দিষ্ট রঙে চিহ্নিত হবে হাসপাতাল! স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবায় আরও কঠোর স্বাস্থ্য দফতর

Last Updated:

Swasthya Sathi Scheme: বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে তিনটি রঙে তাদের অপরাধ চিহ্নিত করা হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে আরও নতুন পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন।স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দুর্নীতি রুখতে আরও কঠোর পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। যদি এক বছরে বেসরকারি যে কোনও হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্য সাথী কার্ড প্রসঙ্গে দশবার  অনিয়ম দেখা যায়, তবে ভবিষ্যতে ওই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড ব্লক হয়ে যাবে অর্থাৎ ওই হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড-এর কোনও পরিষেবা মিলবে না। এমনকি বেশকিছু হাসপাতালকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে আরও নতুন পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন
স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে আরও নতুন পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন
advertisement

মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা স্পষ্ট জানিয়ে দেয় স্বাস্থ্য ভবন। এমনকি যদি কোনও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জমা হয় তাহলে ওই চিকিৎসক স্বাস্থ্যসাথীর আওতায় কোনও চিকিৎসা করতে পারবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যসাথীর জন্য যে সফটওয়্যারে তথ্য নথিভুক্ত করা থাকে, সেই সফটওয়্যার এমন ভাবেই তৈরি করা হচ্ছে বলে জানানো হয় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে।

advertisement

তবে কোনও ত্রুটি হলে তা ধরা হবে সে কথাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন। কোনও রোগীর চিকিৎসায় বাস্তবে যা খরচ হয়েছে তা বিকৃত করে মিথ্যা হিসাব দিয়ে ধরা পড়লে চরম শাস্তি পেতে হবে। আবার দিন–তারিখ বদল করে অনিয়ম করে ধরা পড়লে মাঝারি ধরনের শাস্তি মিলবে। আর একই খরচ একাধিকবার ধরা পড়লে জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে তিনটি রঙে তাদের অপরাধ চিহ্নিত করা হবে। লাল— গুরুতর অপরাধের ক্ষেত্রে এই রঙ মিলবে। হলুদ—মাঝারি ধরনের অপরাধ করলে এই রঙ দেওয়া হবে। আর সবুজ—খুব কম অনিয়মের ক্ষেত্রে এই রঙ মিলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পকে সামনে রেখে এক শ্রেণির অসাধু হাসপাতাল কর্তৃপক্ষ ব‌্যাপক খরচ দেখাচ্ছে। ভুয়ো রোগী বা অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে দেদার টাকা তুলে নিচ্ছে। এহেন বেআইনি কাজ রুখতে জেলাভিত্তিক নজরদারি দল রয়েছে। সেসব কাজের জন্য স্বাস্থ্যদফতর নতুন সফটওয়‌্যার তৈরি করেছে। অন্তত দু’হাজার বেসরকারি -হাসপাতাল ও নার্সিংহোমকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০০ সরকারি চিকিত্‍সককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির ভুল-ত্রুটি ধরবেন। সতর্ক করবেন। সম্প্রতি এই নিয়ে ‘স্ট‌্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর’ প্রকাশ করেছে স্বাস্থ‌্যদফতর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Swasthya Sathi Scheme: অনিয়ম অনুযায়ী নির্দিষ্ট রঙে চিহ্নিত হবে হাসপাতাল! স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবায় আরও কঠোর স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল