TRENDING:

State Government Employees | Bonus: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! মন্ত্রিসভার বৈঠক শেষে বড় ঘোষণা সরকারের, বাড়ছে বোনাস!

Last Updated:

যদিও ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাতে অবশ্য সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডিএ আন্দোলন নিয়ে যখন সরগরম রাজ্য, তখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার৷ এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানালেন, চলতি বছরে বাড়ানো হবে সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস৷ ৷ এছাড়া, বাড়বে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও৷ এই বোনাসের বিষয়টি ছাড়াও এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ বড় বদল এসেছে মন্ত্রিসভাতেও।
advertisement

বৈঠক শেষে বেরিয়ে মানস ভুঁইয়া জানান, ২০২২ সালে adhoc বোনাস ছিল ৪৮০০ টাকা৷ সেই বোনাসই ২০২৩ এ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। এছাড়া, গত বছর সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা৷ এ বছর সেটা বাড়িয়ে ১৬ হাজার টাকা হচ্ছে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন: টাকা নিয়ে সরকারি চাকরি! আবারও কাঠগড়ায় তৃণমূল বিধায়ক, ভাইরাল অডিও

advertisement

সুদ সহ বকেয়া ডিএ মেটানোর জন্য আদালতে তো মামলা চলছেই। ইতিমধ্যেই কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ তার পরে অবশ্য় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারের পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। চলতি বছরের ফেব্রুয়াতিতে ২০ এবং ২১ ফেব্রুয়ারি, এই ২ দিন পেন ডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী কর্মচারীরা। তারপরেও গত ১০ মার্চ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী৷

advertisement

এমনকি, তাঁদের আন্দোলন মঞ্চে যেতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনকে প্রকাশ্য়ে সমর্থন করেছে রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি৷

আরও পড়ুন: জোড়াসাঁকো ঘুরে দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, গেলেন নেতাজি ভবনেও

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাতে অবশ্য সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা৷ তাঁদের ক্ষোভ ছিল, এই তিন শতাংশ ডিএ পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক দাঁড়াবে ৩২ শতাংশ৷ যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ফের ৪ শতাংশ হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Government Employees | Bonus: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! মন্ত্রিসভার বৈঠক শেষে বড় ঘোষণা সরকারের, বাড়ছে বোনাস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল