বৈঠক শেষে বেরিয়ে মানস ভুঁইয়া জানান, ২০২২ সালে adhoc বোনাস ছিল ৪৮০০ টাকা৷ সেই বোনাসই ২০২৩ এ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। এছাড়া, গত বছর সরকারি কর্মীদের ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয়েছিল ১৪ হাজার টাকা৷ এ বছর সেটা বাড়িয়ে ১৬ হাজার টাকা হচ্ছে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন: টাকা নিয়ে সরকারি চাকরি! আবারও কাঠগড়ায় তৃণমূল বিধায়ক, ভাইরাল অডিও
advertisement
সুদ সহ বকেয়া ডিএ মেটানোর জন্য আদালতে তো মামলা চলছেই। ইতিমধ্যেই কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ তার পরে অবশ্য় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে শহিদ মিনারের পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। চলতি বছরের ফেব্রুয়াতিতে ২০ এবং ২১ ফেব্রুয়ারি, এই ২ দিন পেন ডাউন কর্মসূচি পালন করেন আন্দোলনকারী কর্মচারীরা। তারপরেও গত ১০ মার্চ রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী৷
এমনকি, তাঁদের আন্দোলন মঞ্চে যেতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনকে প্রকাশ্য়ে সমর্থন করেছে রাজ্য়ের প্রধান বিরোধী দল বিজেপি৷
আরও পড়ুন: জোড়াসাঁকো ঘুরে দেখে মুগ্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, গেলেন নেতাজি ভবনেও
ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাতে অবশ্য সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা৷ তাঁদের ক্ষোভ ছিল, এই তিন শতাংশ ডিএ পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক দাঁড়াবে ৩২ শতাংশ৷ যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ফের ৪ শতাংশ হারে ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷