TRENDING:

DA controversy in West Bengal: মাত্র ৩ শতাংশ! সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের, বড় আন্দোলনের হুঁশিয়ারি

Last Updated:

বাজেটে সরকারের পক্ষ থেকে মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন সরকারী কর্মীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্য সরকারের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ জানালো রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠন৷ রাজ্যের এই ডিএ-কে ভিক্ষাবৃত্তি বলেও কটাক্ষ করেছেন সরকারি কর্মচারীরা৷ তাঁদের ক্ষোভ, এই তিন শতাংশ ডিএ পেলেও রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক দাঁড়াবে ৩২ শতাংশ৷
শহিদ মিনারে আন্দোলনে সরকারি কর্মীরা।
শহিদ মিনারে আন্দোলনে সরকারি কর্মীরা।
advertisement

এ দিন রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আগামী ১ মার্চ থেকে অতিরিক্ত তিন শতাংশ ডিএ দেওয়া হবে৷ দীর্ঘদিন ধরেই ডিএ-এর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা৷ শহিদ মিনারের নীচে অবস্থানও চালাচ্ছেন তাঁরা৷ চলছে অনশন, কর্মবিরতিও৷ ডিএ নিয়ে ঘোষণার জন্য আজ পর্যন্ত সরকারকে সময়সীমা দিয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী ঐক্য মঞ্চ৷

advertisement

আরও পড়ুন: ৫০০ নয়, লক্ষ্মীর ভান্ডারে এবার থেকে প্রতি মাসে ১০০০ টাকা! বাজেটের পরই বিরাট ঘোষণা মমতার

এর পরেই এ দিন বাজেটে সরকারের পক্ষ থেকে মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন সরকারী কর্মীরা৷ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা পান৷ সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পেতেন তিন শতাংশ৷ ফলে ফারাক ছিল ৩৫ শতাংশের৷ এ দিনের তিন শতাংশ ডিএ ঘোষণার পর সেই ফারাক কমে দাঁড়ায় ৩২ শতাংশে৷

advertisement

আরও পড়ুন: রাজ্য বাজেটের মধ্যেই অভিনব প্রতিবাদ বিজেপির, ডিএ ঘোষণা হতেই ওয়াক আউট!

যদিও রাজ্য সরকারি কর্মীদের দাবি, কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য আরও বাড়বে৷  সরকারি কর্মচারীদের আরও অভিযোগ, শূন্যপদ পূরণ নিয়েও বাজেটে কোনও ঘোষণা করা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা দাবি করেছেন, প্রাপ্য ডিএ না পেলে তাঁরা পঞ্চায়েত ভোটেও কাজ করবেন না৷ এ দিন রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণার পরেও লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া এবং কর্মবিরতির হুমকি দিয়ে রেখেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA controversy in West Bengal: মাত্র ৩ শতাংশ! সরকারের ডিএ ঘোষণাকে প্রত্যাখ্যান সরকারি কর্মীদের, বড় আন্দোলনের হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল