TRENDING:

স্কুলে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য, ৫ সদস্যের কমিটি গঠন

Last Updated:

পাস-ফেল নিয়ে তৎপর রাজ্য ৷ ৫ সদস্যের কমিটি তৈরি রাজ্যের ৷ কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ৷ ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷ ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে পাস-ফেল সংক্রান্ত বিল বুধবার পাস হয়েছে লোকসভায়। বিলটি রাজ্যসভায় পাস হলেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাস-ফেল প্রথা চালু করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে চলে যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এরপরই নতুন করে তৎপর হল রাজ‍্য সরকার। তৈরি করা হল পাঁচ সদস্যের কমিটি।
advertisement

আরও পড়ুন: পুলিশ অফিসারের বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ

কমিটির চেয়ারম‍্যান রাজ‍্য বিএড বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য সোমা বন্দ‍্যোপাধ‍্যায়

কমিটিতে রয়েছেন রাজ‍্যের সিলেবাস কমিটির চেয়ারম‍্যান অভীক মজুমদার

মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল‍্যাণময় গঙ্গোপাধ‍্যায়

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য

এবং স্কুল শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব

পাঁচ সদস্যের কমিটি খতিয়ে দেখবে পাস ফেল ফেরানো হলে কোন ক্লাস থেকে ফেরানো উচিত।

advertisement

মূল্যায়ন ব‍্যবস্থার কোনও রদবদল করা উচিত কি না

সিলেবাসে রদবদলের প্রয়োজন আছে কি না

সিবিএসই, আইসিএসই-র সঙ্গে প্রাথমিক ও মধ‍্যশিক্ষা পর্ষদের সিলেবাসে কোথায় ফারাক

পাস-ফেল না থাকার সময় স্কুলছুটের সংখ‍্যা কত, আর যখন পাস-ফেল ছিল তখন কত ছিল, তার তুলনামূলক বিচার

আরও পড়ুন: ওরাল সেক্স করতে বাধ্য করে স্বামী, কড়া ব্যবস্থার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

advertisement

রাজ‍্য সরকার প্রথম থেকেই পাস-ফেল ফেরানোর পক্ষে। কিন্তু, ফিরলে কোন ক্লাস থেকে? মূলত এ নিয়েই পর্যালোচনা করবে পাঁচ সদস‍্যের কমিটি। তাদের সাতদিনের মধ‍্যে স্কুল শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ‍্যমন্ত্রী।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আরও পড়ুন: সিভিল সার্ভিসে পাস না করেও আড়াই বছর ধরে আমলাদের চাকরি, বিজেপি সাংসদের মেয়ে-সহ গ্রেফতার ১৯

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্কুলে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য, ৫ সদস্যের কমিটি গঠন