TRENDING:

West Bengal Municipal Elections: ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোট, হাইকোর্টের পরামর্শ নতুন দিন ঘোষণা কমিশনের

Last Updated:

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভা বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোলে ভোটগ্রহণ ছিল (West Bengal Municipal Elections)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কুড়ি দিন পিছিয়ে গিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে রাজ্যের চার পুরসভার নির্বাচন (West Bengal Municipal Elections)৷ এ দিন নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন৷ কলকাতা হাইকোর্টের গতকালের পর্যবেক্ষণের ভিত্তিতেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর পুরভোটের নতুন দিন ঘোষণা করা হল৷ বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল কমিশন৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভা বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোলে ভোটগ্রহণ ছিল৷ কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার জন্য কমিশনকে পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট৷ সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল হাইকোর্ট৷

আরও পড়ুন: রাস্তায় হঠাৎ খুলে গেল মশারি, তার মধ্যে... চন্দননগরে বিজেপি-র অভিনব কৌশল

advertisement

গত ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন৷ সেই বিজ্ঞপ্তিই সংশোধন করে নতুন করে আজ জারি করা হল৷ ভোট গণনা কবে, তা সম্ভবত আগামী সোমবার জানাবে কমিশন৷ পাশাপাশি দিন বদল ছাড়া নির্বাচন এবং প্রচার সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ অপরিবর্তিত থাকছে৷

কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোট পিছনো হচ্ছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও কমিশনের কাছে একই আবেদন করা হয়েছিল৷ সর্বোপরি কমিশনকে একই পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷

advertisement

আরও পড়ুন: কোভিড বিধি? অভিনব কায়দায় প্রচারে একাই-একশো চন্দননগরের 'বাইক-ভোলা'!  

বর্তমান করোনা পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়ার জন্য জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে৷ সেই মামলার রায় দিতে গিয়ে শুক্রবার হাইকোর্ট চার থেক ছয় সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়ার জন্য কমিশনকে পরামর্শ দেয়৷ সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনেক ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টের এই পরামর্শের পর ভোট পিছিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল৷

advertisement

ভোট পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি বলেন, 'আশা করা যায় কুড়ি দিনের মধ্যে করোনার প্রকোপ অনেকটাই কমে যাবে৷ ফলে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি৷'

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য কটাক্ষের সুরে বলেন, 'আমরা অনেক দিন আগেই একমাস ভোট পিছিয়ে দেওয়ার কথা বলেছিলাম৷ গরিবের কথা বাসি হলে কাজে লাগে৷ তবে কুড়ি দিন পরেও যদি করোনা সংক্রমণ না কমে এবং মানুষের ভোট দেওয়ার মতো পরিস্থিতি না থাকে, তাহলেও ভোট গ্রহণ উচিত হবে বলে আমরা মনে করি না৷'  সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'তৃণমূল কংগ্রেস এবং তাঁর নেত্রীর মনে হয়েছে, তাই এখন কমিশন ভোট পিছিয়ে দিচ্ছে৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Elections: ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোট, হাইকোর্টের পরামর্শ নতুন দিন ঘোষণা কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল