Chandannagar Corporation Election: রাস্তায় হঠাৎ খুলে গেল মশারি, তার মধ্যে... চন্দননগরে বিজেপি-র অভিনব কৌশল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chandannagar Corporation Election: এলাকায় জমে থাকা অবর্জনা, মশার কামড়ে অনেকেরই ডেঙ্গু, ম্যালেরিয়া হচ্ছে বলে দাবি বিজেপি বিধায়কের।
#চন্দননগর: চন্দননগর পুরভোটের প্রচারে মশারির ভেতর ঢুকে রাস্তায় রাস্তায় ঘুরে অভিনব প্রচারে বিজেপি। চন্দননগর তালডাঙ্গায় ১ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী গোপাল চৌবের সমর্থনে প্রচারে পুরশুড়ার বিধায়ক ও রাজ্য সম্পাদক বিমান ঘোষ। এই দিনের প্রচারে এই বিজেপি নেতা যখন রাস্তায় হাঁটছেন, তখন তার চারিদিকে মশারির চারটি কোন ধরে হাটছেন বিজেপির সমর্থকরা।
এলাকায় জমে থাকা অবর্জনা, মশার কামড়ে অনেকেরই ডেঙ্গু, ম্যালেরিয়া হচ্ছে বলে দাবি বিজেপি বিধায়কের। তাই মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অভিনব চিন্তা বলে দাবি বিধায়কের।
advertisement
করোনাকালে পুরভোট। অভিযোগ উঠছে, বিধি ভেঙেও বহু জায়গায় হচ্ছে প্রচার। অথচ ইতিমধ্যেই সংক্রমণ রুখতে একাধিক গাইডলাইন জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। অবস্থায় হুগলির চন্দননগরে ভার্চুয়াল মাধ্যমে ভোটের প্রচারে জোর দিয়েছে সব দল। যদিও তাতেও বিধিনিষেধ ভাঙা বন্ধ হচ্ছে না।
advertisement
শাসক দল হোক কী বিরোধী দল, সবক্ষেত্রেই একই অবস্থা। হুগলির চন্দননগরে ভার্চুয়াল মাধ্যমে জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সবকটি রাজনৈতিক দলই। কিন্তু তাতেও বিধি ভাঙা চলছেই। সম্প্রতি কোভিড বিধি ভাঙার জন্য গ্রেফতারও করা হয়েছিল বিমান ঘোষকে। এবার অভিনব প্রচারে নামলেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2022 6:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar Corporation Election: রাস্তায় হঠাৎ খুলে গেল মশারি, তার মধ্যে... চন্দননগরে বিজেপি-র অভিনব কৌশল