TRENDING:

KMC Elections 2021: দু' চারটি বুথে গন্ডগোল, ভাল কাজ করেছে পুলিশ, দাবি কমিশনের

Last Updated:

শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট, ভোটার, বিরোধী দলের প্রার্থী, কর্মীদের ভয় দেখানোর মতো অভিযোগও উঠেছে৷ পুরভোট প্রহসনে পরিণত হয়েছে, এমন অভিযোগেও সরব হয়েছে বিরোধীরা (KMC Elections 2021)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরভোট (KMC Elections 2021) পরিচালনায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) এবং পুলিশের ভূমিকা নিয়ে দিনভর সরব থেকেছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট, ভোটার, বিরোধী দলের প্রার্থী, কর্মীদের ভয় দেখানোর মতো অভিযোগও উঠেছে৷ পুরভোট প্রহসনে পরিণত হয়েছে, এমন অভিযোগেও সরব হয়েছে বিরোধীরা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

যদিও দিনের শেষে রাজ্য নির্বাচন কমিশন অবশ্য পুলিশেরই পাশে দাঁড়ালো৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের দাবি, নির্বাচনে যথেষ্ট ভাল কাজ করেছে পুলিশ৷ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভাল ছিল বলেই দাবি তাঁর৷

আরও পড়ুন: কলকাতা পুরসভা নির্বাচনে দিনভর নজরে ভবানীপুর বিধানসভা, কেন জানেন?

কমিশনের দাবি, নির্বাচন সংক্রান্ত যে কটি অভিযোগ এসেছে, তা পুলিশকে জানানো হয়েছে৷ প্রতিটি ঘটনাতেই পুলিশ পদক্ষেপ করেছে৷ পুলিশ পদক্ষেপ নেয়নি, এমন একটিও ঘটনা নেই বলেই দাবি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার৷ তাঁর দাবি, মোটের উপরে কলকাতার পুরভোট শান্তিপূর্ণই হয়েছে৷

advertisement

আরও পড়ুন: পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৬৪ শতাংশ, ২০১৫-কেও ছাপিয়ে যাবে ২০২১?

সৌরভ দাসের কথায়, 'কলকাতা পুরসভা এলাকায় মোট ১৬৫৬টি ভোট কেন্দ্র ও ৪৯৫৯টি বুথ রয়েছে৷ তার মধ্যে ২-৪টি বুথে গন্ডগোল হয়েছে। এটা হতেই পারে। কিন্তু, তার ভিত্তিতে সামগ্রিকভাবে কলকাতার পুরভোটে আইন শৃঙ্খলা খারাপ ছিল এটা বলা যায় না।' যদিও বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে শারীরিক নিগ্রহ করার বিষয়টি দুঃখজনক বলে স্বীকার করে নেন রাজ্য নির্বাচন কমিশনার৷ তবে মীনাদেবী পুরোহিতের অভিযোগ পাওয়ার পর এমআরও, স্পেশাল অবজার্ভার সহ প্রত্যেকে তাঁর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন সৌরভ দাস৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৬৩.৬৩ শতাংশ৷ ১৪৪টি ওয়ার্ডের মোট ১৬৫৬টি ভোটকেন্দ্রের ৪৯৫৯টি বুথে নিরবিচ্ছিন্ন ভাবে ভোট হয়েছে বলে দাবি কমিশনের। ভোট চলাকালীন দু'টি জায়গায় বোমা জাতীয় কিছু ফেটেছে বলেও জানিয়েছে কমিশন৷ পুরভোট চলাকালীন মোট ৪৫৩টি অভিযোগের ভিত্তিতে ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: দু' চারটি বুথে গন্ডগোল, ভাল কাজ করেছে পুলিশ, দাবি কমিশনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল