TRENDING:

West Bengal Civic Polls: ২২ জানুয়ারি হাওড়া বাদে চার পুরনগিমে ভোট, গণনা ২৫ শে! কমিশনের ঘোষণায় ক্ষুব্ধ বিরোধীরা

Last Updated:

শিলিগুড়ির ৪৭, চন্দননগরের ৩৩, বিধাননগরের ৪১ এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে (West Bengal Civic Polls)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাওড়া বাদে রাজ্যের বাকি চার পুরনিগমে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Civic Polls)৷ নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, চনন্দদননগর এবং আসানসোল পুরনিগমে ভোট গ্রহণ হবে৷ ভোট গণনা হবে আগামী ২৫ জানুয়ারি৷ আগামিকাল ভোট প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হবে৷ তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুর এলাকাগুলিতে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেল৷ তবে হাওড়ায় পুরভোট কবে হবে, সে বিষয়ে এ দিনও কিছু জানাননি রাজ্য নির্বাচন কমিশনার৷

 মাদুরাই জেলার সোঝাবন্ধনে মা ভালিমাইল এবং তার ছেলে মা মারুথুপান্ডিয়ান যথাক্রমে ১৩ এবং ৪ ওয়ার্ড থেকে জিতেছেন। দুজনেই ছিলেন স্বতন্ত্র। একই জেলার আলঙ্গানাল্লুরে  ডিএমকে মনোনীত প্রার্থী জি এল রেণুকা ঈশ্বরী এবং তাঁর স্বামী রা গোবিন্দরাজ যথাক্রমে ৪ এবং ৫ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন।
মাদুরাই জেলার সোঝাবন্ধনে মা ভালিমাইল এবং তার ছেলে মা মারুথুপান্ডিয়ান যথাক্রমে ১৩ এবং ৪ ওয়ার্ড থেকে জিতেছেন। দুজনেই ছিলেন স্বতন্ত্র। একই জেলার আলঙ্গানাল্লুরে ডিএমকে মনোনীত প্রার্থী জি এল রেণুকা ঈশ্বরী এবং তাঁর স্বামী রা গোবিন্দরাজ যথাক্রমে ৪ এবং ৫ নং ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন।
advertisement

এ দিন পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ যদিও সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যায় বিজেপি সহ বাম, কংগ্রেস৷ তা সত্ত্বেও অবশ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা থেকে পিছিয়ে আসেনি নির্বাচন কমিশন৷

আরও পড়ুন: পুরসভায় প্রবেশের মুখে তিনি মিস করলেন শোভনকে, অকপট স্বীকারোক্তি রত্নার

তবে হাওড়ায় পুরভোট কবে হবে তা নিয়ে কিছু বলতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনার৷ তিনি জানিয়েছেন, হাওড়ায় পুরভোট নিয়ে রাজ্যের তরফে তাদের এখনও কিছু জানানো হয়নি৷ হাওড়ায় কেন ভোটের বিজ্ঞপ্তি জারি হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেই মূলত আপত্তি জানিয়ে সর্বদল বৈঠক বয়কট করে বিরোধীরা৷ পাশাপাশি নির্বাচনের নির্ঘণ্ট নিয়েও আপত্তি রয়েছে বিরোধীদের৷

advertisement

নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷ আদালতের নির্দেশ মেনে সমস্ত বুথেই থাকবে সিসিটিভি৷ সৌরভ দাস জানিয়েছেন, আগামী ৪ জানুয়ারি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিভিউ বৈঠক করবে কমিশন৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে কি না, সেই বৈঠকেই তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

advertisement

আরও পড়ুন: হাওড়ার ৬৬ ওয়ার্ডে নির্বাচন হোক, রাজ্যপালের তাৎপর্যপূর্ণ ট্যুইটে কাটবে জট?

বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন পাঁচটি পুরনিগমে ভোট গ্রহণের কথা জানিয়েছিল কমিশন৷ কিন্তু এ দিন সর্বদলীয় বৈঠকে চারটি পুরনিগমে ভোটের কথা বলছে তারা৷ পাশাপাশি, কমিশনের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর ২০২১ পর্যন্ত সংশোধিত ভোটার তালিকা ধরে ভোট হবে৷ বিরোধীদের দাবি, ১ জানুয়ারি ২০২২-এর ভোটার তালিকাকে ধরেই ভোট করাতে হবে৷

advertisement

পাশাপাশি, সিপিএম নেতা রবীন দেব প্রশ্ন তোলেন, আগামাী ৩ তারিখ পর্যন্ত আদালত বন্ধ রয়েছে৷ ফলে মনোনয়ন জমা দেওয়া সংক্রান্ত কোনও সমস্যা হলেও বিরোধী দলের প্রার্থীরা আদালতের সাহায্য নিতে পারবে না বলে অভিযোগ সিপিএম নেতার৷ সমস্যা হবে হলফনামা দেওয়া নিয়েও৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তাছাড়াও নির্ঘণ্ট অনুযায়ী ২২ জানুয়ারি ভোটের পর ২৩ জানুয়ারি ছুটির দিনে স্ক্ুটিনি হওয়া নিয়েও আপত্তি জানিয়েছে বামেরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Civic Polls: ২২ জানুয়ারি হাওড়া বাদে চার পুরনগিমে ভোট, গণনা ২৫ শে! কমিশনের ঘোষণায় ক্ষুব্ধ বিরোধীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল