আগুন লাগার পর গত চারদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ বাগরি মার্কেটে। ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে ৷ এমন আশঙ্কা থেকেই নয়া নির্দেশ জারি করল স্টেট ড্রাগ কন্ট্রোল ৷
স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, বাগরি মার্কেটে মজুত ওষুধ বিক্রি নয় ৷ পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি ৷ বাগরির মার্কেটের ওষুধ নেওয়া যাবে না ৷ নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানাল স্টেট ড্রাগ কন্ট্রোলার ৷
advertisement
ওষুধের সবচেয়ে বড় পাইকারী বাজার বাগরিতে। এখান থেকেই স্টকিস্টের মাধ্যমে দোকানে পৌঁছয় ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি । বাগরিতে অগ্নিকাণ্ডের জেরে প্রচন্ড তাপের কারণে ও বিদ্যুৎ না থাকায় ওষুধের মান খারাপ হতে পারে । রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সমস্যা হতে পারে । তেমনই বক্তব্য ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকাতে ৷
আরও পড়ুন:‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেব !’ ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বাবুল
বাগরির ওপর নিষেধাজ্ঞায় কী টান পড়তে চলেছে ওষুধের সরবরাহে ? ওষুধ সরবরাহে সাময়িক সমস্যা হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস ওষুধ সরবরাহকারী সংস্থাগুলির।
গত শনিবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগে বাগরি মার্কেটে ৷ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাড়খাড় হয়ে যায় গোটা বাগরি মার্কেট ৷