রাজ্যে গত ২৪ ঘন্টায় ১৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সামান্য কমলো। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। যদিও করোনা সংক্রমণের হার আগের দিনের চেয়ে আরও কিছুটা বেড়ে ৩.৬৬ শতাংশ হওয়ায় কিছুটা উদ্বেগে স্বাস্থ্য দফতর। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা আগের দিনের থেকে অনেকটাই কমে হয় ৩৬,৭৭২ জনের। গত ২৪ ঘণ্টায় যত জনের করোনা পরীক্ষা করা হয়েছে,তার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১৩৪৫ জনের। যে কারণে রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এদিন এক ধাক্কায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা আরো ৯৩৭ জন কমে ১৯,২৭৬ জন হওয়ায় কিছুটা স্বস্তি এলো সর্বত্রই।
advertisement
গত কয়েকদিন ধরেই রাজ্যে করোনা (State Corona Update) আক্রান্ত হওয়ার নিরিখে সমস্ত জেলাতেই পাঁচশোর নীচে করোনা আক্রান্তের সংখ্যা থাকছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত কমে হলো ১৫৯ জন, মৃত্যু এক ধাক্কায় ৮ জনের হয়েছে। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত গত ২৪ ঘন্টায় ২২৩ জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের । গত ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছে ৪২ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৫৩ জন, ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হুগলি জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৪৫ জনের, আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৩ জনের হয়েছে।
দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে। গত ২৪ ঘন্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্ত ৭০ জন। বীরভূম জেলায় করোনা আক্রান্ত ৫৯ জন, মৃত্যু হয়েছে ১ জনের। পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪০ জন। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ জন। পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
আরও পড়ুন- হেলমেট ছাড়া বাইক চালালে এবার লাইসেন্স নিয়ে টানাটানি, কলকাতায় নতুন নিয়ম
গত বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতর থেকে চিকিৎসকদের কাছে (State Corona Update)। যেখানে সারা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে, সেখানে বিশেষত কয়েকদিন ধরেই দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং-সহ গোটা উত্তরবঙ্গে সারা রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লো।
আরও পড়ুন- ঘুমপাড়ানি ওষুধ দিয়ে শিশুদের কোলে নিয়ে ভিক্ষা! শহরের ট্রাফিক সিগনালে ধরা পড়ছে এই ছবি
দার্জিলিঙে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯১ জন হয়েছে, আর মৃত্যু এক ধাক্কায় ৫ জনের হয়েছে। মালদা জেলাতে এদিন করোনা আক্রান্ত ৩১ জন হয়েছে। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৮ জন হয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। কোচবিহার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৪৫ জন, মৃত্যু হয়েছে একজনের। আলিপুরদুয়ার জেলা, যেখানে একটা সময়ে রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত থাকতো,সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬০ জন হয়েছে। রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে ঝাড়গ্রাম জেলায়, সেখানে ১৪ জন আক্রান্ত হয়েছে।