ERO এবং AERO রা কোনভাবেই তাদের দায়িত্ব অন্য কোনও ব্যক্তিকে দিতে পারবে না।
তাদের নির্দিষ্ট লগ ইন আইডি বা ওটিপি ডেটা এন্ট্রি অপারেটরকে যাতে না দিতে পারে সেটা সতর্ক করে রাখতে হবে।
আইটি সংক্রান্ত কাজ শুধুমাত্র সিস্টেম ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার করবেন
বুথ লেভেল অফিসারদের তথ্য যাচাই ছাড়া কোনও রিপোর্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা জমা দেবেন না।
advertisement
প্রত্যেকটি জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারেরা তাদের অধীনে থাকা ERO, AERO দের সতর্ক করবেন।
আরও পড়ুন: যৌতুকের জন্য মার খেতেন ননদের হাতে, স্বামীর অত্যাচারে মৃতা নিকিকে নিয়ে জবানবন্দি বৌদির
জেলাশাসকদের সতর্ক করে চিঠি দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সম্প্রতি ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার ঘটনায় দেখা যায় ERO, AERO দের গাফিলতি। এমনকি তাঁদের লগ ইন আইডি ও ওটিপি ডাটা এন্ট্রি অপারেটরদের দিয়ে দিয়েছিল। ইতিমধ্যেই দুজন ইলেকট্রিক্যাল রেজিস্ট্রেশন অফিসার ও দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনের রেজিস্ট্রেশন অফিসারকে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।