যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি৷ এ ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরকেও আজকের বৈঠকে ডাকা হয়েছে৷ বিকেল চারটে থেকে নবান্নে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷ সব জেলার জেলাশাসকদেরও এই বৈঠকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
আরও পড়ুন: 'দল, মন্ত্রিসভাকে অসম্মান করবেন না!' পার্থ কাণ্ডের মধ্যেই মন্ত্রীদের বললেন মমতা
আগামী বছর পঞ্চায়েত নির্বাচন৷ যে দশটি দফতরকে এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে অধিকাংশের সঙ্গেই গ্রামাঞ্চলের উন্নয়নের বিষয়টি ওতপ্রতোভাবে জড়িত৷ সূত্রের খবর, এই দশ দফতরের কাজের অগ্রগতি কতটা, কোন কোন প্রকল্প এখনও পর্যন্ত কার্যকরী হয়েছে এবং হয়নি, আগামী দিনে এই দপ্তরগুলির রূপরেখা কী হবে, এই বৈঠকে তা আলোচনা করা হবে৷ মন্ত্রিসভার রদবদলের চব্বিশ ঘণ্টা আগে দশ দফতরের মূল্যায়নকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে৷
গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান মন্ত্রিসভার অন্তত চার থেকে পাঁচজন সদস্যকে বাদ দেওয়া হবে৷ তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানান মমতা৷ নতুন করে পাঁচ থেকে ছ' জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷