TRENDING:

State Cabinet Reshuffle: মন্ত্রিসভার রদবদলের আগেই দশ দফতরকে নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব, জোর চর্চা নবান্নে

Last Updated:

যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার বিকেলেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে আজই রাজ্য সরকারের দশটি দফতরের কাজের অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ মন্ত্রিসভায় রদবদলের আগে একসঙ্গে দশটি দফতরকে নিয়ে মুখ্যসচিবের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল৷
নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যসচিবের৷
নবান্নে আজ জরুরি বৈঠক মুখ্যসচিবের৷
advertisement

যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি৷ এ ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরকেও আজকের বৈঠকে ডাকা হয়েছে৷ বিকেল চারটে থেকে নবান্নে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷ সব জেলার জেলাশাসকদেরও এই বৈঠকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: 'দল, মন্ত্রিসভাকে অসম্মান করবেন না!' পার্থ কাণ্ডের মধ্যেই মন্ত্রীদের বললেন মমতা

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন৷ যে দশটি দফতরকে এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে অধিকাংশের সঙ্গেই গ্রামাঞ্চলের উন্নয়নের বিষয়টি ওতপ্রতোভাবে জড়িত৷ সূত্রের খবর, এই দশ দফতরের কাজের অগ্রগতি কতটা, কোন কোন প্রকল্প এখনও পর্যন্ত কার্যকরী হয়েছে এবং হয়নি, আগামী দিনে এই দপ্তরগুলির রূপরেখা কী হবে, এই বৈঠকে তা আলোচনা করা হবে৷ মন্ত্রিসভার রদবদলের চব্বিশ ঘণ্টা আগে দশ দফতরের মূল্যায়নকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান মন্ত্রিসভার অন্তত চার থেকে পাঁচজন সদস্যকে বাদ দেওয়া হবে৷ তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানান মমতা৷ নতুন করে পাঁচ থেকে ছ' জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Cabinet Reshuffle: মন্ত্রিসভার রদবদলের আগেই দশ দফতরকে নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব, জোর চর্চা নবান্নে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল