জানা গিয়েছে, এই ফাইলের সঙ্গেই ছিল রাজ্যের সদ্য প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগ পত্রও৷ গত সোমবার রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকার কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছিলেন তিনি৷ মহিলা রেঞ্জারকে হুমকি দেওয়ার ঘটনায় মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে রামনগরের তৃণমূল বিধায়ককে৷ তা-ও ক্ষমা চাওয়া নিয়ে অটল থেকেছেন নিজের অবস্থানে৷
দুর্যোগ বিধ্বস্ত কেরল থেকে ফিরেই রাজ্যের মন্ত্রিসভা রদবদলের ফাইলে সই করলেন রাজ্যপাল৷ সেখানেই অখিল গিরির পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
পাশাপাশি, একজন মহিলা অফিসারের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে তদন্ত করার পরামর্শও দিয়েছেন তিনি৷ সূত্রের খবর, রাজ্যপাল জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা থাকে, সেই কথা মনে করে মুখ্যমন্ত্রী তাঁর নিজের ক্ষমতা প্রয়োগ করে অখিল গিরির বিরুদ্ধে তদন্ত করুক। মুখ্যমন্ত্রীকে তেমনটাই জানিয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: ‘অবিলম্বে গ্রেফতার করা হোক…’ অখিল গিরি ইস্যুতে আজ পথে নামছে বঙ্গ বিজেপি
জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি হওয়ায় তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। আর সোমবার দলীয় নির্দেশে ইস্তফা দিয়েছেন অখিল। এই তিন দফতর সূত্রেই এই দফার রদবদল বলে জানা গিয়েছে৷ কারা পেতে পারেন মন্ত্রিত্ব? জল্পনায় রয়েছে একাধিক নাম৷ তার মধ্যে শোনা যাচ্ছে, এবার উত্তরবঙ্গের কোনও বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে৷ রয়েছে মতুয়া সম্প্রদায়ের কোনও প্রতিনিধির মন্ত্রিত্ব পাওয়ার জল্পনাও৷
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সেচ দফতরও কার হাতে যায়, সেদিকে নজর রয়েছে সকলের৷ সমস্তটাই পরিষ্কার হতে পারে আগামিকাল, বুধবার৷