অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই আজ, শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি, তালিকা প্রকাশের পরে ফের মামলার আশঙ্কা করছে স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই আজ ফের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত এসএসসির।
সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল গত বৃহস্পতিবারই৷ সেই নির্দেশ মতো অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা আদালতে জানিয়েছিল এসএসসি৷ আজ, শুক্রবার অযোগ্যদের সেই তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ অযোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি কোন কোন অযোগ্য চাকরিপ্রার্থী আবেদন করেছেন এবারের নিয়োগের জন্য? তার তালিকা ও প্রকাশ করতে চলেছে তারা।
advertisement
নবম -দশম ও একাদশ – দ্বাদশের নিয়োগের জন্য অযোগ্য প্রার্থীদের তরফে একাধিক আবেদন এসেছে। তাঁদের নাম সহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করে জানানো হবে তারা পরীক্ষায় বসার যোগ্য নন।
ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা সঙ্গে আবেদনকারী অযোগ্যদের নাম মিলিয়ে দেখা হচ্ছে। তা চূড়ান্ত হলে আজই তালিকা প্রকাশ করবে এসএসসি। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট হুশিয়ারি দিয়েছে। একজন অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসলেও তার ফল ভুগতে হবে এসএসসি কে।