প্রাইমারি টেট নিয়োগের দুর্নীতি মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে প্রাথমিক পর্ষদ। এই মামলায় আজই জরুরি শুনানির আবেদন জানিয়েছে পর্ষদ। কিন্তু সেই আবেদন নাকচ করে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে। তবে আজ দুপুর ২ টো হাজিরায় কোনও রক্ষাকবচ পাননি মানিক ভট্টাচার্য। (Primary TET Scam) এরপরেই তাঁকে হাইকোর্টে হাজিরা দিয়ে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয়।
advertisement
আরও পড়ুন : মিলল না রক্ষাকবচ, TET দুর্নীতি মামলায় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর হাজিরা আজই
বিধায়ক মানিক ভট্টাচার্যকে কাঠগড়ায় না তুলেই প্রশ্নোত্তর পর্ব শুরু করেন বিচারপতি। জনপ্রতিনিধি হিসেবে তাঁকে সম্মান দিয়েই কাঠগড়ায় না তোলার কথা বলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মানিক ভট্টাচার্যকে তাঁর আয়ের উৎস থেকে পেশা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আদালত। তাঁর ও পরিবারের সম্পত্তির বিষয়েও বিশদে জানতে চাওয়া হয়। এমনকি ঠিকানা কোথায় কটি বাড়ি ইত্যাদিও জানতে চাওয়া হয় বিস্তারে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি ও পেশা নিয়েও করা হয় প্রশ্ন।
এসএসসি দর্নীতি মামলায় হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হবে তাঁকে। বিচারপতি সব্রত তালুকদারের বেঞ্চে পর্ষদের পক্ষ থেকে মামলা গ্রহনের আর্জি জানানো হয়। কিন্তু আদালত জানিয়ে দেয় নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করবে। (Primary TET Scam)