TRENDING:

SSC Scam Update: SSC ভবন অভিযানের আগেই হঠাৎ আন্দোলনকারী সুমনকে আটকের চেষ্টার অভিযোগ, কী ঘটল মেট্রো স্টেশনে?

Last Updated:

SSC Scam Update: এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলা ঘিরে তোলপাড় বাংলা। গত শনিবার রাতেই ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এরপরেই শোরগোল পরে যায়। এরপরেই পরীক্ষা দেওয়ার বিষয়ে বেঁকে বসেন আন্দোলনকারীদের একাংশ। কেন নতুন করে পরীক্ষা দিতে হবে, এই প্রশ্ন তুলে ফের SSC ভবন অভিযানের ডাক চাকরিহারাদের একাংশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলা ঘিরে তোলপাড় বাংলা। গত শনিবার রাতেই ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এরপরেই শোরগোল পরে যায়। এরপরেই পরীক্ষা দেওয়ার বিষয়ে বেঁকে বসেন আন্দোলনকারীদের একাংশ। কেন নতুন করে পরীক্ষা দিতে হবে, এই প্রশ্ন তুলে ফের SSC ভবন অভিযানের ডাক চাকরিহারাদের একাংশের।
এসএসসি আন্দোলনকারী সুমন বিশ্বাস
এসএসসি আন্দোলনকারী সুমন বিশ্বাস
advertisement

SSC ভবন অভিযান শুরুর আগে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা হয়েছে বলেই দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই সুমন বিশ্বাস দাবি করেন এদিন করুণাময়ী স্টেশনে তাঁকে আটক করা হলেও ফেসবুক লাইভ করার সময় তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

advertisement

সুমন বলেন, “অভিযান হবেই করুণাময়ী থেকে। পুলিশ গ্রেফতার করতে পারবে না অর্ডার হয়েছে। এসিপি অফিস যাবেন কথা বলবেন। প্রতিনিধি দল দেখা করতে যেতে পারবে বলে এমনটাই অর্ডার এসেছে। পরবর্তী সিদ্ধান্ত পুলিশের সঙ্গে কথা বলার পরে হবে।”

আরও পড়ুন: চেকে ‘লাখ’ টাকা কীভাবে লিখবেন..? Lakh নাকি Lac..! সবাই এই ‘ভুলটাই’ করে, আপনি জানেন সঠিক নিয়ম?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রীতি মেনে নৈহাটি বড় মা কালীর পুজো! লক্ষাধিক ভক্তদের মাঝে চলছে প্রসাদ বিতরণ
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগে গত ১৮ অগাস্ট এসএসসি ভবন অভিযান ছিল ‘যোগ্য’ চাকরিহারাদের। ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান। ওইদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। মগড়া থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে। ঘটনার ৮-৯ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam Update: SSC ভবন অভিযানের আগেই হঠাৎ আন্দোলনকারী সুমনকে আটকের চেষ্টার অভিযোগ, কী ঘটল মেট্রো স্টেশনে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল