চাকরি ফেরানোর দাবিতে শুক্রবার দুপুর ১২টায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দফতর অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সল্টলেকে করুণামী চত্বরে জমায়েত শুরু হবে। তারপরে সেখান থেকে এসএসসি দফতরের উদ্দেশে যাওয়ার কথা রয়েছে তাঁদের।
advertisement
এসএসসি দফতর অভিযানের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে চাকরিহারাদের। দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে ওই বৈঠক হওয়ার কথা। বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্য প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন। এসএসসি দফতর অভিযান এবং তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকের দিকে নজর থাকবে গোটা দেশের।
শুক্রবার এসএসসি অভিযান কর্মসূচির দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন SSC চেয়ারম্যান। বিরোধীদের দাবি, দুর্নীতির জেরে যোগ্য়দেরও চাকরি চলে যাওয়ায় এখন সবাইকে বোকা বানাতে চাকরিহারাদের সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন মুখ্য়মন্ত্রী-শিক্ষামন্ত্রীরা।
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এর ফলে চাকরিহারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এই পরিস্থিতি কেন তৈরি হল, কার দায়, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক আক্রমণ এবং প্রতিআক্রমণ শুরু হয়েছে বাংলায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়