TRENDING:

Niladri Das: OMR শিট বিকৃত করতে তৈরি করেছিল বিশেষ টিম! নিয়োগ দুর্নীতির অন্যতম 'নাটের গুরু' এই নীলাদ্রি দাস!

Last Updated:

গোয়েন্দাদের দাবি, omr শিট বিকৃত করার জন্য একটা টিম তৈরি করেছিলেন নীলাদ্রি৷ তাঁদের প্রত্যেককেই নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হতো৷ সিবিআইয়ের দাবি, নীলাদ্রিকে জেরা করে জানা গিয়েছে, এই কাজ  organized way-তে করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রেফতার করা হয়েছিল ২৪ মার্চ৷ অথচ, তার আগে ১৫ মার্চ আদালতে দাখিল করা চার্জশিটে ছিল নাম৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ঘটল এমনই অভিনব ঘটনা৷ জানা গিয়েছে, গত ১৫ মার্চ আদালতে জমা পড়েছিল সাপ্লিমেন্টারি চার্জাশিট। এদিকে, গত ২৪ মার্চ নীলাদ্রি দাসকে গ্রেফতার করে সিবিআই। সেই চার্জেশিটে নীলাদ্রি দাস ছাড়াও নাম ছিল সুবীরেশ ভট্টাচাৰ্য, চন্দন মণ্ডল, প্রদীপ সিং, প্রসন্ন রায় এবং  নীলাদ্রির সংস্থা NYSA communication pvt লিমিটেড সহ আরও তিন জনের। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা এখনও অনেককেই গ্রেফতার করেনি সিবিআই৷
advertisement

আরও পড়ুন: বাম আমলের দুর্নীতি নিয়ে ফের তোপ! কারা পেয়েছিল চিরকুটে চাকরি? এক এক করে ফাঁস করবেন নাম, চ্যালেঞ্জ উদয়ন গুহর

চার্জেশিটে ধৃতের বিরুদ্ধে ১২০ বি ( অপরাধ মূলক ষড়যন্ত্র ), ২০১ (তথ্যপ্রমাণ লোপাট ), ৪২০ ( প্রতারণা ), ৪৬৭ (নকল ডকুমেন্টস তৈরি করা), ৪৬৮ (নকল নথি বানিয়ে ব্যবহার), ৪৭১ আইপিসি এবং প্রিভেনশন অফ কোরাপশন এক্ট ৭ & ৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, নাইসার আরও একাধিক আধিকারিকের উপরে এবার নজর রয়েছে সিবিআইয়ের। তাদেরও দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রের খবর।

advertisement

গোয়েন্দাদের দাবি, omr শিট বিকৃত করার জন্য একটা টিম তৈরি করেছিলেন নীলাদ্রি৷ তাঁদের প্রত্যেককেই নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হতো৷ সিবিআইয়ের দাবি, নীলাদ্রিকে জেরা করে জানা গিয়েছে, এই কাজ  organized way-তে করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা

এমনকি, শুধু টিম তৈরিই নয়, নীলাদ্রি বহু এজেন্টও রাজ্যজুড়ে ছড়়িয়ে ছিল। তারাও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ক্যান্ডিডেট ধরে আনত৷ সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় ৯ এজেন্টের নাম মিলেছে ধৃত নীলাদ্রিকে জেরা করে।

advertisement

সূত্রের খবর, ২০১৮ সালে নাকি এসএসসি শীর্ষকর্তাদের সঙ্গে ঝামেলা হয় নীলাদ্রির। কারণ, এসএসসি আধিকারিকরা যে নাম সুপারিশ করতেন, টাকার বিনিময়ে সেখানে নিজস্ব প্রার্থীদের নাম ঢুকিয়ে দিত নীলাদ্রি। এসএসসি কর্তারা বিষয়টি বুঝতে পারেন। চাকরি নামে প্রতারণা করার অভিযোগে নীলাদ্রির বিরুদ্ধে অভিযোগও দায়ের হয় পটাশপুরে। ২০১৯ সালের ৭ মার্চ নীলাদ্রিকে গ্রেফতার করে cid।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ARPITA HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Niladri Das: OMR শিট বিকৃত করতে তৈরি করেছিল বিশেষ টিম! নিয়োগ দুর্নীতির অন্যতম 'নাটের গুরু' এই নীলাদ্রি দাস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল