সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ রাখেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বসু এসএসসির উদ্দেশ্যে মন্তব্য করেন, 'দস্যু রত্নাকর থেকে এসএসসি এখন বাল্মিকী।' সেই প্রসঙ্গ টেনে বুধবার আদালতে সওয়াল করেন নবম-দশমের বিকৃত OMR শিট কাণ্ডে নাম প্রকাশিত হওয়া ৯৫২ শিক্ষকের একাংশ। তাঁদের আইনজীবীরা বলেন, "দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি রত্নাকর হয় তাহলে?" এরপরেই বিচারপতি বিশ্বজিৎ বসুর পাল্টা মন্তব্য, "একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না।"
advertisement
এর পরেই বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, "কমিশন তার আপনজনদের ত্যাগ করেছে। তারা এখন সিবিআই-ইডির হেফাজতে রয়েছে।" বিচারপতি বসু বিকৃত OMR শিটে নাম থাকা প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দেন, "এই অপরাধে আপনাদের ভূমিকা কী সেটা দেখুন।" কমিশনকে উদ্দেশ্য করে বিচারপতি বসুর মন্তব্য, "আপনারা এখন বাল্মীকি, নিজেকে শুদ্ধ করার জন্য যেভাবে কাজ করার দরকার সেটা করুন।"
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
১ মার্চ অর্থাৎ, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। বিকৃত ওএমআর শিট মামলায় নাম বেরোয় সোনারপুর পুরসভার একজন কাউন্সিলরের। এমন ঘটনায় তাঁর সম্মানহানি হয়েছে বলে এদিন তিনি অভিযোগ করেন কলকাতা হাইকোর্টে। শুনানির জন্য ওঠে তার মামলাটি।
অর্ণব হাজরা