উমা প্রামাণিক বাঁকুড়া শালতোড়া গার্লস স্কুলে চাকরির সুপারিশ পান সেপ্টেম্বর ২০২১-এ। ২ বছর পরেও সেই এসএসসি চাকরি দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিব হাইকোর্টে জানান, SSC সঠিক তথ্য দিচ্ছে না। কোনও সুপারিশ পত্র এসএসসি পাঠায়নি।
আরও পড়ুন: শীতের হাওয়ায় লাগল নাচন ‘এই’ জেলায়, পৌষের শেষবেলায় হাড়ে কাঁপন ধরাল ঠান্ডা
advertisement
SSC আদালতে প্রমাণ দাখিল করতেই মামলা ঘুরে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু। তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে শো-কজ করে হাইকোর্ট। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে হাইকোর্টে হাজিরা দিয়ে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এবার ভূতুড়ে চাকরির হদিশ দিল খাস SSC। নবম-দশমে ভুতূড়ে চাকরি ৪০। একাদশ-দ্বাদশে চাকরি ১৮। ৫৮ চাকরির ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয়। ৫৮ চাকরির পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কোনও তথ্য নেই SSC কাছে। ইন্টারভিউ না দিয়েই চাকরি এই ৫৮ জনের।
অর্ণব হাজরা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F