চা বাগানে ‘চাকরির টাকা’ বিনিয়োগ! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য
ইডি সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নামে গ্রুপ C ও D প্রার্থীদের কাছ থেকে যে বিপুল টাকা আদায় করা হয়েছিল, তার বড় অংশই বিনিয়োগ করা হয় চা বাগান ব্যবসায়।
ভাল করে ইংরেজি বলতে পারেন না? এই টিপসগুলো মানলেই ঘরে বসে তুখোড় ‘ইংলিশ’ বলবেন এবং লিখবেন!
advertisement
এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি উত্তরবঙ্গে একাধিক চা কোম্পানিতে অভিযান চালায় ইডি। তার মধ্যেই রয়েছে—
- সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড
- ইযাংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড
- বামনডাঙা টি এস্টেট প্রাইভেট লিমিটেড
এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
৬০০ কোটির গণ্ডি পেরোল বাজেয়াপ্ত সম্পত্তি
ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট ৬৩৬.৮৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, সংস্থার শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিকানা।
কে এই প্রসন্ন রায়?
এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় রাজ্যের এক প্রভাবশালী ব্যবসায়ী। ইডি-র দাবি, তিনি নিয়োগ দুর্নীতির টাকাকে বৈধ রূপ দিতে উত্তরবঙ্গের চা শিল্পে বিনিয়োগ করেছিলেন, যার প্রাথমিক সূত্র ধরা পড়ে কয়েক মাস আগেই। তারপরেই তদন্তের গতি বাড়ে এবং সম্প্রতি আসে বাজেয়াপ্ত করার নির্দেশ।