TRENDING:

SSC নিয়োগ কেলেঙ্কারিতে বড় মোড়! প্রসন্ন রায়ের ৩টি চা বাগান-সহ ২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি!

Last Updated:

এসএসসি গ্রুপ C ও D নিয়োগ কেলেঙ্কারিতে প্রসন্ন রায়ের ২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। উত্তরবঙ্গের তিনটি চা বাগানসহ বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসএসসি গ্রুপ C ও D নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়ের উত্তরবঙ্গের তিনটি চা বাগান, সংলগ্ন বাংলো, কারখানা, যন্ত্রাংশ ও একাধিক গাড়ি—সব মিলিয়ে প্রায় ২৭.১৯ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।
এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় রাজ্যের এক প্রভাবশালী ব্যবসায়ী। ইডি-র দাবি, তিনি নিয়োগ দুর্নীতির টাকাকে বৈধ রূপ দিতে উত্তরবঙ্গের চা শিল্পে বিনিয়োগ করেছিলেন, যার প্রাথমিক সূত্র ধরা পড়ে কয়েক মাস আগেই।
এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় রাজ্যের এক প্রভাবশালী ব্যবসায়ী। ইডি-র দাবি, তিনি নিয়োগ দুর্নীতির টাকাকে বৈধ রূপ দিতে উত্তরবঙ্গের চা শিল্পে বিনিয়োগ করেছিলেন, যার প্রাথমিক সূত্র ধরা পড়ে কয়েক মাস আগেই।
advertisement

চা বাগানে ‘চাকরির টাকা’ বিনিয়োগ! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য

ইডি সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নামে গ্রুপ C ও D প্রার্থীদের কাছ থেকে যে বিপুল টাকা আদায় করা হয়েছিল, তার বড় অংশই বিনিয়োগ করা হয় চা বাগান ব্যবসায়।

ভাল করে ইংরেজি বলতে পারেন না? এই টিপসগুলো মানলেই ঘরে বসে তুখোড় ‘ইংলিশ’ বলবেন এবং লিখবেন!

advertisement

সাপের চেয়ে বেজির বিষ কী বেশি? ছোবল খেয়েও সাপকে কী ভাবে বার বার হারিয়ে দেয়? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বিজ্ঞান?

এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি উত্তরবঙ্গে একাধিক চা কোম্পানিতে অভিযান চালায় ইডি। তার মধ্যেই রয়েছে—

  • সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড
  • ইযাংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড
  • advertisement

  • বামনডাঙা টি এস্টেট প্রাইভেট লিমিটেড

এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

৬০০ কোটির গণ্ডি পেরোল বাজেয়াপ্ত সম্পত্তি

ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট ৬৩৬.৮৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, সংস্থার শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিকানা।

advertisement

কে এই প্রসন্ন রায়?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় রাজ্যের এক প্রভাবশালী ব্যবসায়ী। ইডি-র দাবি, তিনি নিয়োগ দুর্নীতির টাকাকে বৈধ রূপ দিতে উত্তরবঙ্গের চা শিল্পে বিনিয়োগ করেছিলেন, যার প্রাথমিক সূত্র ধরা পড়ে কয়েক মাস আগেই। তারপরেই তদন্তের গতি বাড়ে এবং সম্প্রতি আসে বাজেয়াপ্ত করার নির্দেশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC নিয়োগ কেলেঙ্কারিতে বড় মোড়! প্রসন্ন রায়ের ৩টি চা বাগান-সহ ২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল