TRENDING:

SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও 'কারা' গরাদের বাইরে? উত্তরে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়! বাংলাজুড়ে শোরগোল

Last Updated:

SSC Recruitment Scam: ফের একের পর এক বোমা ফাটালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত তথা প্ৰাক্তন  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের একের পর এক বোমা ফাটালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত তথা প্ৰাক্তন  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  সকালে আদালতে ঢোকার মুখেই এক বছর ধরে বিনা বিচারে বন্দি থাকার অভিযোগ তুলে সরব হন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত এক বছর ধরে জেলবন্দি তৃণমূলের প্রবীণ হেভিওয়েট নেতা। এবার এই মামলায় আরও কারা জড়িত এই প্রশ্নেও বড় ইঙ্গিত দিয়ে তোলপাড় ফেলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
advertisement

এদিন সকালেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বিনা বিচারে একবছর জোর করে আটকে রেখেছে’‌। আদালতের পথে আজই সুর চড়ান পার্থ চট্টোপাধ্যায়। এরপরে আদালত থেকে বেরিয়েও বিস্ফোরক মন্তব্যে একের পর এক বোমা ফাটালেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা।

আরও পড়ুন : ‘২১ শে জুলাই আপনার তো নামই নেওয়া হয়নি…?’ উত্তরে এ কী বললেন পার্থ চট্টোপাধ্যায়! তোলপাড় বাংলা

advertisement

গতবছর তৃণমূলের শহিদ দিবস, ২১ জুলাইয়ের পরদিনই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরে আরেকটা শহিদ দিবস চলে গিয়েছে৷ এসেছে আরেকটা ২২ জুলাই৷ পার্থের গ্রেফতারির বর্ষপূর্তির পরে আজ, সোমবার আদালতে নিয়ে যাওয়ার পথে প্রথম ফের মুখ খোলেন আজ পার্থ চট্টোপাধ্যায়৷ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের দাবি এদিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী। প্রশ্নোত্তর অনেকটা এইরকম ছিল :

advertisement

প্রশ্ন : আপনি কি মনে করেন নিয়োগ দুর্নীতিতে আরও কেউ আছে যিনি জেলের বাইরে আছেন?

উত্তর: হ্যাঁ, এখনও অনেকেই আছে

প্রশ্ন : নাম বলবেন?

উত্তর : আপনারা সাংবাদিক আপনারা খুঁজে বের করুন।

আরও পড়ুন : আরও ১০ দিন…! রাজ্যে কোথায় কোথায় থাকছে কেন্দ্রীয় বাহিনী? বড় ‘নির্দেশ’ দিল আদালত

advertisement

প্রশ্ন : ২১ শে জুলাই এর অনুষ্ঠান দেখলেন?

উত্তর : হ্যাঁ

প্রশ্ন : আপনার তো নাম নেওয়া হয়নি?

উত্তর : আমি খুশি হয়েছি।

প্রশ্ন :  কেন?

উত্তর : এত বড় মঞ্চ থেকে নাম নিলে বিপদই হত। কিন্তু যাঁরা শহীদ হয়েছে তাঁদের পরিবারকে একটা চাকরি দেওয়া উচিত ছিল।  আমি আবেদন করছি।

advertisement

একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তাঁর সপক্ষে এদিন বলেন, ” আমি নির্দোষ। টাকা কি আমার? কোথায় রিসার্ভ ব্যাংকের টাকা দেখিয়ে ইডি বলছে আমার টাকা। একজনকে দেখাতে পারবে যার থেকে হাত থেকে আমি টাকা নিয়ে চাকরি দিয়েছি?”

প্রশ্ন: টাকা তাহলে কার?

উত্তর : সে ইডি বলবে।

প্রশ্ন: ইডি-র সঙ্গে আরও একজন, অর্পিতা চট্টোপাধ্যায়ও যে বলছেন আপনার টাকা!

উত্তর : পুরোটাই গট আপ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, এদিন আদালতে প্রবেশের সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। আপনার তো জেলে একবছর হয়ে গেল। এটা নিয়ে কী বলবেন?‌ জবাবে গলা চড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌কোনওরকম বিচার ছাড়া আমাকে জোর করে আটকে রাখা হয়েছে। এক বছর বিনা বিচারে আছি। আমায় জোর করে আটকে রাখা হয়েছে। বন্দিমুক্তি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করুন। তাঁরা মুখ খুলছেন না কেন?‌ বিনা বিচারে একবছর হয়ে গেল। আমাকে একবছর জোর করে আটকে রেখেছে। কে, কি বলল তাতে আমার কিছু যায় আসে না, আমাকে জোর করে আটকে রেখেছে।’‌ বিনা বিচার কেন বলছেন?‌ উত্তরে তিনি বলেন, ‘‌বিচার হচ্ছে না তাই’‌।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও 'কারা' গরাদের বাইরে? উত্তরে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়! বাংলাজুড়ে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল