চিন্ময় মণ্ডল প্রথম থেকেই যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এসএসসি-র তরফে যে যোগ্য শিক্ষিকদের তালিকা স্কুলে পাঠানো হয়েছে সেই তালিকাতে তাঁর নামই নেই।
আরও পড়ুন: ‘বড়’ অ্যাকশন শুরু কাশ্মীরে, পহেলগাঁওয়ের ৬০ কিমি দূরে কাদের খোঁজ পেল সেনা! গভীর জঙ্গলে চলছে লড়াই
শুধু চিন্ময় নয়, এরকম অনেক যোগ্য শিক্ষক-শিক্ষিকার নাম নেই বলে জানিয়েছেন খোদ চিন্ময় মণ্ডল। এর পিছনে আদতে কোনও অভিসন্ধি রয়েছে কিনা জানতে চাওয়া হলে সেই দাবি নাকোচ করেছেন নেতা চিন্ময় মণ্ডল এবং মেহবুব মণ্ডল।
advertisement
মেহবুব মণ্ডল জানিয়েছেন, ‘টেকনিকাল সমস্যার কারণে এমন হতে পারে। তালিকায় যাঁদের নাম নেই এমন যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নাম সংগ্রহ করে তাঁরা গুগল ফর্মের মাধ্যমে এসএসসির কাছে পাঠাবেন বিষয়টি দেখার জন্য।’
একই সঙ্গে যেহেতু স্কুল থেকে তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তাই গরমের ছুটির আগেই স্কুলে ফিরতে চাইছেন যোগ্যরা। তবে স্কুলে ফিরলেও নিজেদের দাবি এবং আন্দোলন থেকে এখনই সরছেন না তাঁরা। সেক্ষেত্রে আন্দোলনের অভিমুখ এবং স্থান পরিবর্তন হতে পারে ইঙ্গিত দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়