TRENDING:

SSC Job Notice: নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও খুশি নন আন্দোলনকারীরা! কোথায় সমস্যা? আদালতে যাওয়ার ভাবনা

Last Updated:

বৃহস্পতিবার প্রকাশিত ১৪ পাতার এসএসসি রুলসে Marks weightage distribution নিয়ে আপত্তি রয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের। নতুন নিয়োগ বিধিতে অ্যাকাডেমিক মার্কসে ৩৫-এর বদলে রাখা হয়েছে ১০ নম্বর৷ এছাড়াও বদল করা হয়েছে কিছু নিয়মের৷ এতে মূল মামলাকারীরা খুশি নন বলে জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বৃহস্পতিবারই জারি হয়েছিল এসএসসি নিয়োগের নয়া বিধি৷ শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার তারিখ, নির্ঘণ্ট৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই হবে এসএসসি-রনবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফলপ্রকাশ করার কথা অক্টোবরের চতুর্থ সপ্তাহে৷ তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরেও নিয়োগ বিধি নিয়ে খুশি নন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের একাংশ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েকজন আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷
News18
News18
advertisement

বৃহস্পতিবার প্রকাশিত ১৪ পাতার এসএসসি রুলসে Marks weightage distribution নিয়ে আপত্তি রয়েছে বঞ্চিত চাকরিপ্রার্থীদের। নতুন নিয়োগ বিধিতে অ্যাকাডেমিক মার্কসে ৩৫-এর বদলে রাখা হয়েছে ১০ নম্বর৷ এছাড়াও বদল করা হয়েছে কিছু নিয়মের৷ এতে মূল মামলাকারীরা খুশি নন বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার রাতেই আইনজীবীদের নিয়ে আলোচনা করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেবেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন: শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি, বদলাচ্ছে একাধিক নিয়ম, কোন খাতে কত নম্বর?

আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, গত ১৭ এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টের উল্লেখ করে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে, যদি সেই নিয়োগ প্রক্রিয়া নতুন এসএসসি নিয়ম মেনে নেওয়ার কথা জানানো হয়, তাহলে কলকাতা হাইকোর্ট মুভ করবে কিছু পরীক্ষার্থী। পাশাপাশি, সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা নিয়ে যাবে মূল মামলাকারীরা।

advertisement

নয়া নিয়োগ বিধিতে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের একাধিক সুবিধা দিয়েছে রাজ্য৷ শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে সর্বোচ্চ ১০ নম্বর। সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতিবছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে দুই নম্বর করে। এক্ষেত্রে কারোর পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো ১০ নম্বর। ক্লাস নেওয়ার ক্ষমতার উপর থাকবে ১০ নম্বর। ইন্টারভিউয়ের উপর থাকবে ১০ নম্বর।

advertisement

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব,’ কালীঘাটের পরে নবান্নেও! হঠাৎ হাজির চাকরিহারাদের প্রতিনিধি দল

নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পরে ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Job Notice: নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও খুশি নন আন্দোলনকারীরা! কোথায় সমস্যা? আদালতে যাওয়ার ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল