TRENDING:

SSC Recruitment: স্কুলে পড়ালে এখন আরও বেশি সুবিধা...বুঝিয়ে দিল SSC! নতুন নিয়োগ নিয়ে ওয়েবসাইটে বড় নির্দেশ

Last Updated:

এসএসসি-এর ওয়েবসাইটে এডিট অপশনে গিয়ে এই তালিকা গুলি পূরণ করতে হবে। কর্মরত শিক্ষক বা যোগ্য শিক্ষকরা এই তালিকাগুলি পূরণ করতে পারবেন। ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত এই তালিকা পূরণ করতে পারবেন কর্মরত তথা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগে কর্মরত তথা যোগ্য শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়ার কথা জানিয়ে দিল এসএসসি! স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকা যাঁরা এবারের এসএসসি পরীক্ষায় আবেদন করবেন, তাঁদের কাছ থেকে স্কুলের নাম সহ একাধিক তথ্য চাইল এসএসসি। বাড়তি সুবিধার জন্যই কি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যোগ হল এই নয়া অপশন? মনে করছে বিশেষজ্ঞ মহল৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, এসএসসি-র সাইটে নবম – দশম ও একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য কর্মরত শিক্ষকদের এডিট অপশন দেওয়া হচ্ছে। আগের পরীক্ষার রোল নম্বর, আগে শিক্ষকতা করিয়েছেন তার কোড নম্বর, স্কুলের কোড কী ছিল? তা জানতে চাওয়া হয়েছে৷ শিক্ষক-শিক্ষিকারা আবেদন পত্রে জানাতে পারবেন, স্কুলের নাম, কবে প্রথম স্কুলে যোগ দিয়েছিলেন? তাঁর কত বছরের অভিজ্ঞতা রয়েছে? ইত্যাদি৷

advertisement

আরও পড়ুন: ট্রেনে মদের বোতল নিয়ে উঠবেন?…জানেন ক’টা নিয়ে উঠতে দেয়? এর নিয়ম কী…কোন কোন ক্ষেত্রে হতে পারে শাস্তি?

এসএসসি-এর ওয়েবসাইটে এডিট অপশনে গিয়ে এই তালিকা গুলি পূরণ করতে হবে। কর্মরত শিক্ষক বা যোগ্য শিক্ষকরা এই তালিকাগুলি পূরণ করতে পারবেন। ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত এই তালিকা পূরণ করতে পারবেন কর্মরত তথা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।

advertisement

আরও পড়ুন: ট্রাম্পকে মুখের উপর জবাব! US F-35 ফাইটার জেটের ডিল নিয়ে বিরাট সিদ্ধান্ত, স্পষ্ট জানিয়ে দিল ভারত…

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

শুক্রবার গভীর রাতে এই বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য আগেই অতিরিক্ত নম্বর বরাদ্দ করেছে এসএসসি নিয়োগের জন্য। এবার যে স্কুলে আগে শিক্ষাগত করিয়েছেন সেই স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য যোগ্য তথা কর্মরত শিক্ষকদের থেকে চাইল এসএসসি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment: স্কুলে পড়ালে এখন আরও বেশি সুবিধা...বুঝিয়ে দিল SSC! নতুন নিয়োগ নিয়ে ওয়েবসাইটে বড় নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল