Indian Railways: ট্রেনে মদের বোতল নিয়ে উঠবেন?...জানেন ক’টা নিয়ে উঠতে দেয়? এর নিয়ম কী...কোন কোন ক্ষেত্রে হতে পারে শাস্তি?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Indian Railways Alcohol Rules: ভারতীয় রেলে এই লাগেজ নিয়ে যাওয়ার বিশেষ কিছু নির্দেশাবলিও রয়েছে৷ যেমন অনেকেই জানেন না, ট্রেনে আদৌ মদ নিয়ে যাওয়া যায় কি না, বা অনুমতি থাকলেও তার নিয়ম কী কী? না জানলে কিন্তু বিরাট সমস্যায় পড়ে যেতে পারেন।
ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। তাঁদের অনেকেই বিভিন্ন ধরনের লাগেজও সঙ্গে করে নিয়ে যান। ভারতীয় রেলে এই লাগেজ নিয়ে যাওয়ার বিশেষ কিছু নির্দেশাবলিও রয়েছে৷ যেমন অনেকেই জানেন না, ট্রেনে আদৌ মদ নিয়ে যাওয়া যায় কি না, বা অনুমতি থাকলেও তার নিয়ম কী কী? না জানলে কিন্তু বিরাট সমস্যায় পড়ে যেতে পারেন।
advertisement
advertisement
অর্থাৎ, ট্রেনে মদ নিয়ে যাওয়া রাজ্যের নিয়মের উপর নির্ভর করে। ট্রেনটি কোথা থেকে বা কোন কোন রাজ্য দিয়ে যাবে, এক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ। প্রতিটি রাজ্যের নিজস্ব আবগারি আইন রয়েছে। আপনি যদি এমন একটি রাজ্য থেকে যাত্রা শুরু করেন যেখানে আইনত মদ পাওয়া যায়, তাহলে গন্তব্য রাজ্যে মদের উপর নিষেধাজ্ঞা না থাকলে আপনার কোনও ক্ষতি নেই। তবে, এখানেও থাকে নিয়ম৷
advertisement
নির্দিষ্ট সীমার বাইরে মদ সঙ্গে রাখা সাধারণত বেআইনি। এক্ষেত্রে, কিছু শর্ত প্রযোজ্য হতে পারে, যেমন লাইসেন্স বা ক্রয়ের প্রমাণপত্র, অর্থাৎ রসিদ বা বিল। মদের বোতলের সিল কিন্তু অবশ্যই ইনট্যাক্ট থাকতে হবে৷ তবে, যদি আপনি বিহার, গুজরাত, নাগাল্যান্ড বা মিজোরামের মতো রাজ্য যেখানে মদ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ তেমন জায়গায় যান, তাহলে সঙ্গে কখনওই মদ রাখবেন না, এতে আপনার বড়সড় জরিমানা বা শাস্তি হতে পারে।
advertisement
advertisement
advertisement