চাকরিহারা শিক্ষকরা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি আজই তালিকা প্রকাশ করতে হবে। কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, তালিকা প্রকাশ না হলে সারারাত বিক্ষোভ দেখাবেন। বিক্ষোভ সামলাতে এসএসসি দফতরের সামনে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
বিক্ষোভ সামলাতে গিয়ে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। পুলিশের বারবার হুঁশিয়ারি সত্ত্বেও বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিক্ষোভ থেকে উঠছে জাস্টিস স্লোগানও। বিক্ষোভ সামলাতে সব রকম ভাবে প্রস্তুত হচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, সোমবার যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সেই মতো দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন জড়ো হন চাকরিহারারা। পরে বিক্ষোভ শুরু হয়।
