এদিন মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ‘‘নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করেছেন। রাজ্য সরকার রিভিউ পিটিশনে গেছে। রিভিউ পিটিশন চলাকালীন এমন কোন কাজ করা ঠিক হবে না যেটা তাদেরই সমস্যা তৈরি করে।omr শিট আপলোড ও যোগ্য অযোগ্য তালিকা নিয়ে আপনারা যে দাবি করছেন রিভিউ পিটিশন চলাকালীন তাতে ভুলবার্তা যেতে পারে। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে নিরিখে কী বলছে তার জন্য আমাদের ধৈর্য ধরে রাখা দরকার। রাজ্য সরকার তাদের সঙ্গে সব সময় রয়েছে।’’
advertisement
চাকরিহারা শিক্ষকদের দাবি ছিল, রাজ্য সরকারই তাঁদের রাস্তায় নামতে বাধ্য করেছে৷ সরকার অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল করছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা৷ চাকরিহারা শিক্ষকরা বলেন, ‘আমাদের দাবি একটাই৷ যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক৷’ সরকার অযোগ্যদের পরীক্ষা নিক৷’ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কেন রাজ্য সরকার অযোগ্যদের হয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করল, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারীরা৷ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে জি টি রোড সহ হাওড়া স্টেশনগামী বিভিন্ন রাস্তায় প্রবল যানজটেরও সৃষ্টি হয়৷