সূত্রের খবর, ছুটির পরেও বিকাশ ভবনে আটকে রয়েছে কর্মীরা। উপর থেকে এক মহিলার ঝাঁপ দিয়ে বেরোনোর চেষ্টা করেন রুম্পা বন্দ্যোপাধ্যা় নামে এক মহিলা। তার পায়ে আঘাত লেগেছে বলেও জানা যায়। পরে তিনি জানান, ‘‘বাড়িতে মা অসুস্থ তাই বাড়ি যাওয়ার জন্য ঝাঁপ দিয়েছেন। পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট কবে বেরোবে তা জানতে বিকাশ ভবনে এসেছিলেন।’’
advertisement
আরও পড়ুন: ‘লড়াই জারি আছে, এবার….’ পহেলগাঁও নিয়ে রাজনাথের পর ফের সুর চড়ালেন জয়শঙ্কর
বিকাশ ভবনে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় পুলিশ বাহিনী। আটকে থাকা কর্মীদের বের করার চেষ্টা করছে পুলিশ। ডিসি বিধাননগর অনীস সরকারকে দেখে আবারও গো ব্যাক স্লোগান দেয় আন্দোলনকারীরা। বিকাশ ভবনের ভিআইপি গেটে বাধে তুমুল ঝামেলা। পরে বিকাশ ভবনের পিছনের গেটের ভিতরের অংশে আন্দোলনকারীরা বসে পড়েছেন। ভিতরে পিছনের অংশে আরও কিছু পুলিশ মোতায়েন হল।