শহিদ মিনার ময়দানে অভিনব প্রতিবাদ করেন তাঁরা। মহাযজ্ঞ করার পর চাকরিপ্রার্থীরা মিছিল করেন শহিদ মিনার থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত। এরপর সেখানেও ফের মহাযজ্ঞ করা হয়। কিন্তু এভাবে মহাযজ্ঞ কেন? চাকরিপ্রার্থী বিক্ষোভকারীদের বক্তব্য, এই মহাযজ্ঞ আসলে একটি প্রতীকী প্রতিবাদ। যা তাঁদের আন্দোলনেরই অঙ্গ। এই মহাযজ্ঞে মূলত চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
অরিন্দম চক্রবর্তী নামে এক চাকরি প্রার্থী জানিয়েছেন, "মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক। তাই তাঁর কাছ থেকে আমরা সেটাই আশা করে থাকি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছি। চাকরি দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি চাকরি দিতেই চান কিন্তু বেশ কিছু আইনি জটিলতার জন্য তিনি সেই চাকরি নিতে পারছেন না। অথচ আমাদের ক্ষেত্রে সেরকম কোনও সমস্যা নেই। এরপরেও আমরা চাকরি পাচ্ছি না কেনও? বিভিন্ন সরকারি দফতরে শুন্যপদ তৈরি হয়ে রয়েছে, মানুষও পরিষেবা পাচ্ছেন না। আর আমরাও রাস্তায় বসে রয়েছি।'
আরও পড়ুন: বাংলা থেকে ইংরেজি-হিন্দি থেকে উর্দু, কবিতা-উপন্যাস লিখে ১২-র মেয়ে লামিসা এখন বিস্ময়বালিকা!
আন্দোলনরকারীদের দাবি, 'আমাদের যদি সেই জায়গায় কাজে লাগানো হয় একদিকে যেমন আমাদের সমস্যার সমাধান হবে তেমনই মানুষ সরকারি পরিষেবা পাবে। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না। আমরা যে চাকরি পাওয়ার জন্য যোগ্য সেই চাকরিই আমরা চাইছি। আমরা পরীক্ষায় পাস করে ইন্টারভিউ দিয়ে বসে আছি অথচ আমাদের জন্য কোন খবর নেই। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন জায়গাতে আবেদন নিবেদন চালিয়ে যাচ্ছি শীত গ্রীষ্ম বর্ষা মাথায় করে আন্দোলনও করছি। আমরা চাই সরকার আমাদের দ্রুত নিয়োগ করার ব্যবস্থা করুক।'