TRENDING:

SSC Examination: ১১টা নয় ঢুকতে হবে ১০টায়...পেন নিয়েও কড়া কমিশন! SSC-র আগে একগুচ্ছ নিয়ম প্রকাশ

Last Updated:

সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার সময় ১২টা, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ১০ টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্ন পত্র পৌঁছে দেওয়া হবে। ১১. ৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু করব। ১১.৪৫ থেকে শুধু তাঁদের নাম লিখতে দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবার, ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা৷ রবিবারের পরীক্ষার আগে শনিবার পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়ে সাংবাদিক বৈঠক করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার৷
News18
News18
advertisement

সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘১০ টার সময়ে উপস্থিতি বাধ্যতামূলক। যেহেতু, অ্যাডমিট কার্ডে লেখা ছিল ১১ টার মধ্যে উপস্থিতি, নিরাপত্তা জনিত বিষয়ের জন্য ১০টার মধ্যে উপস্থিতি। ৩,১৯,৯১৯ জন আগামিকাল পরীক্ষা দেবে। ৬৩৬ টি কেন্দ্রে কাল, ১৪ তারিখ ৪৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।’’

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় আপডেট…আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা!

advertisement

চেয়ারম্যান জানিয়েছেন, ‘‘একটি স্বচ্ছ পেন নিয়ে যেতে পারবেন, যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থী এর জন্য পেনের ব্যবস্থা রেখেছি। অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড এবার কোড স্ক্যানার আছে, সেখানে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নাকি বোঝা যাবে। নিজের ফটো আইডি ছাড়া নিয়ে যেতে পারবেন না। যার মনে হচ্ছে অ্যাডমিট কার্ডে সমস্যা আছে বলে মনে আছে তার পরীক্ষা বাতিল করছি না। তার একটা ফটো আইডি একটা কপি নিয়ে যাবেন, সেটা আমাদের কাছে চলে আসবে। প্রশ্নপত্রের মধ্যে নানা রকম সিকিওরিটি থাকবে কোনও রকম নিরাপত্তা লিক করার চেষ্টা করে তাহলে কার প্রশ্ন পত্র থেকে করার চেষ্টা হয়েছে সেটাও আমরা ধরতে পারব৷’’

advertisement

সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার সময় ১২টা, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে ১০ টা থেকে ১০.৩০-এর মধ্যে প্রশ্ন পত্র পৌঁছে দেওয়া হবে। ১১. ৪৫ মিনিট থেকে প্রশ্ন বিতরণ শুরু করব। ১১.৪৫ থেকে শুধু তাঁদের নাম লিখতে দেওয়া হবে। পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন পত্র,উত্তর পত্রের প্যাকেট দেওয়া হবে। ১ থেকে ৫ উত্তর পত্রে অনেক গুরুত্বপূর্ণ। পূরণ না করলে ওই উত্তর পত্র গুলো বাতিল বলে গণ্য হবে। লিখতে শুরু করবেন ১২ টা থেকে।

advertisement

তিনি জানিয়েছেন কোনও রকম প্ল্যাকার নিয়ে কাল যদি কেউ ঢোকে? উত্তর- আমাদের স্পষ্ট নির্দেশ আছে কি নিয়ে পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। অ্যাডমিট কার্ড স্ক্যান করার ব্যবস্থা থাকবে৷

আরও পড়ুন: বৃষ্টিহীন সুখের দিন…টিকবে? পুজোর শপিংয়ে বাধা হতে পারে আবহাওয়া! নতুন জামা কিনে ফেরার আগে জেনে রাখুন ওয়েদার আপডেট

advertisement

তল্লাশি তে মেটাল ডেটেক্টর থাকবে। ওয়েবসাইট এ কন্ট্রোল রুম এর নম্বর দিয়ে দেব। পরীক্ষা ঘর এর মধ্যে কেউ ফোন নিয়ে যেতে পারবেন না। কাল সকালে, ৮ টার পর থেকে এসএসসি কন্ট্রোল রুম কার্যকর করবে। ইন্টারনেট বন্ধ থাকছে না কাল৷ পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় ১১. ৪৫, পরীক্ষার ঘরে ঢোকার শেষ সময় ১২ টা৷ সব পরীক্ষা কেন্দ্রই স্পর্শকাতর বলে উল্লেখ। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Examination: ১১টা নয় ঢুকতে হবে ১০টায়...পেন নিয়েও কড়া কমিশন! SSC-র আগে একগুচ্ছ নিয়ম প্রকাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল