খবর, নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে এই আলোচনায় দিলীপ ঘোষের প্রসঙ্গও উত্থাপিত হয়। রাজ্য সভাপতির দায়িত্ব শমীক ভট্টাচার্য নেওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনও নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়নি। অন্যদিকে, শুক্রবারের মূল বৈঠকে কলকাতা ও লাগোয়া বিধানসভা আসনগুলির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতা ও শহরতলির সাংগঠনিক অবস্থা এবং সাম্প্রতিক ভোটের ফলে সন্তুষ্ট নয়। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপি ‘ভোট ম্যাপিং’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
আরও পড়ুন-সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং থেকে সিসিটিভি-তে জোর, হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া মমতা, বললেন…
দলীয় সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম এবং যাদবপুর-এই চারটি সাংগঠনিক জেলার ২৮টি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ ম্যাপিং করা হবে। এই ম্যাপিংয়ের ভিত্তিতেই কলকাতা ও শহরতলির এই অংশে দলের নির্বাচনী রণকৌশল তৈরি করা হবে। সল্টলেকের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব এবং অমিত মালব্য-সহ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষকে বাদ দিয়েই অস্থায়ী কোর কমিটির বৈঠকে বিজেপি নেতারা । চার মাস হল নতুন সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য । এখনও রাজ্য কমিট, পদাধিকারী তৈরি হল না ।
আরও পড়ুন: হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
সামনে রাজ্য বিধান সভার ভোট। কি করবে দল? কর্মীরাও জানতে চাইছেন নতুন কমিটি কবে? কমিটি তৈরি না হলেও প্রায় পুরনো কোর কমিটি নিয়ে সন্ধ্যায় বৈঠক ডাকেন ভুপেন্দ্র যাদব। আর সেই বৈঠকে ডাক পেলেন না দীলিপ ঘোষ । যদিও বিজেপি নেতারা বৈঠক নিয়ে বিতর্ক এড়াতে চাইছেন । দিলীপ ঘোষ পুরনো রাজ্য সম্পাদক , প্রাক্তন সাংসদ , বিধায়ক ছিলেন । দায়িত্ব নিয়ে শমীক ভট্টাচার্য তার সঙ্গে বৈঠক ও করেন । কিন্ত অগ্যাত কারনে তাকে এখনও পর্যন্ত দল এড়িয়ে চলছে কেন? এর উওর কেউ দিতে পারছে না । তাই আজকের বৈঠকে অধরা তিনি ।
