সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং থেকে সিসিটিভি-তে জোর, হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া মমতা, বললেন...

Last Updated:

তিনি বলেন, "সিভিক ভলান্টিয়ারদের বা নিচু স্তরে যে নিরাপত্তা রক্ষীরা আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত সিসিটিভি গুলো খারাপ হয়েছে সেই গুলো দ্রুত চিহ্নিত করে রিপ্লেস করতে হবে।

কী বললেন মমতা?
কী বললেন মমতা?
কলকাতা: এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়ানোর পর শনিবার নবান্নে ডাকা হয় জরুরি বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকের আয়োজন করেন মুখ্য সচিব মনোজ পন্থ। পরে মুখ্যমন্ত্রী নিজেও বৈঠকে যোগ দেন। এই বৈঠক থেকেই হাসপাতাল গুলির নিরাপত্তা সম্পর্কে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “সিভিক ভলান্টিয়ারদের বা নিচু স্তরে যে নিরাপত্তা রক্ষীরা আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত সিসিটিভি গুলো খারাপ হয়েছে সেই গুলো দ্রুত চিহ্নিত করে রিপ্লেস করতে হবে। হাসপাতাল গুলিতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোন রকম খামতি রাখা যাবে না।” শনিবারের বৈঠকে এমনই কড়া বার্তা দেন তিনি।
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রাইভেট এজেন্সি গুলোকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের যাওয়ার অনুমতি দেওয়া যাবে না।
advertisement
একইসঙ্গে অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা নিয়েও নির্দেশ দেন তিনি। তিনি বলেন, “ফায়ার অডিট করে নিতে হবে হাসপাতাল গুলোর।”
হাসপাতালের ক্ষেত্রে কোনও ধরনের কাজে ব্যাঘাত না ঘটে সেইদিকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কোনো উন্নয়ন মূলক কাজ যেন বন্ধ না হয়।”
advertisement
আরও পড়ুন: হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে যেন রিলিফের কাজ চলতে থাকে সেইদিকেও নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল হলে তা সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্ব বলে মনে করিয়ে দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ” বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ভুল হলে হাসাপাতাল কেন দেখবে না? হাসপাতাল গুলোকে এগুলো দেখতে হবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং থেকে সিসিটিভি-তে জোর, হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া মমতা, বললেন...
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement