স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা জানিয়েছেন, ‘‘আমরা সরকারের কাছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য দিন চেয়ে চিঠি পাঠিয়েছি। সরকার কবে পরীক্ষা নিতে পারবে তা আমাদের এখনও পর্যন্ত জানায়নি। সরকার জানালে আমরা দিনপ্রকাশ করব।’’
শুক্রবার দুপুর সাড়ে ১১টা পর্যন্ত চাকরিপ্রার্থীদের আবেদন জমা পড়েছে। নবম দশমের ক্ষেত্রে ৩ লক্ষ ৫৬ হাজার চাকরিপ্রার্থী। একাদশ দ্বাদশীর ক্ষেত্রে ২ লক্ষ ৬১ হাজার চাকরিপ্রার্থী আবেদন জমা দিয়েছেন। কমিশন সূত্রের খবর, ১৪ তারিখ পর্যন্ত প্রথম যে আবেদনের সময়সীমা ছিল তার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। বর্ধিত সময়সীমা আবেদনের সংখ্যা অনেকটা কম।
advertisement
আরও পড়ুন: তৃণমূল ভবনে ‘মাছ, মিষ্টি & মোর’! মোদির সভার উত্তরে জোরাল কটাক্ষ, ‘এত বাংলা প্রীতি..’
অন্য দিকে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগবিধিকে মান্যতা দিয়েছে। তাই এ বার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কত ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ জুন রাত ১০:৩৫ থেকে অনলাইনে আবেদন শুরু হয়।। প্রথম পর্যায়ে ১৪ জুলাই পর্যন্ত সময়সীমা থাকলে ও তা আরও সাত দিন বৃদ্ধি করে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে।
প্রসঙ্গত, এসএসসির চাওয়া সম্ভাব্য প্রথম দিনের পরের দিনই রয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় সম্ভাব্য দিন আগে দিন শনিবার ১৩ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভিসুয়াল আর্ট মিউজিক এর পরীক্ষা রয়েছে।
এসএসসির সম্ভাব্য দ্বিতীয় দিনের পরীক্ষার পরের দিন ১৫ সেপ্টেম্বর সোমবার স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অব অডিটিং, ইতিহাসের এর পরীক্ষা রয়েছে। আর এখানেই শিক্ষক মহলের একাংশের প্রশ্ন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে রাজ্যের এত বড় নিয়োগ পরীক্ষা নেওয়া যথেষ্ট সমস্যা তৈরি করবে।