নথি যাচাইয়ের জন্য প্রার্থীদের কোন কোন নথি নিয়ে যেতে হবে তা সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানায় স্কুল সার্ভিস কমিশন। সেখানে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-ইনফরমেশন শিট। যেখানে রোল নম্বর আইডি লেখা আছে তা সঙ্গে রাখতে হবে। সচিত্র পরিচয়পত্র— আধার, প্যান, পাসপোর্ট এবং জাতিগত শংসাপত্র। বিশেষ ভাবে সক্ষম বা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখতে হবে এবং প্রত্যেকটি বৈধ কাগজের স্বাক্ষর তারিখ ২১ জুলাই ২০২৫-এর আগের হতে হবে।
advertisement
কনুইয়ের কালচে ছোপ নিমেষে উধাও! ঝকঝকে গোলাপি ত্বক পেতে ভরসা এই ঘরোয়া টোটকা
মেয়েদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই মিলবে ৬০০ টাকা! চিনে ‘ম্যান মাম’ ট্রেন্ডে মাতছে যুবসমাজ, জেনে নিন আপনিও
এ ছাড়া স্নাতকোত্তরের শংসাপত্র ও মার্কশিট অরিজিনাল রাখতে হবে প্রার্থীদের। টেট পাস সার্টিফিকেট এবং কোথা থেকে এই শিক্ষক শিক্ষণের যাবতীয় নথিও আনতে হবে সঙ্গে। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে সে সব প্রতিষ্ঠানের তরফে দেওয়া চিঠি সঙ্গে রাখতে হবে।সমস্ত নথির আসল স্ব-প্রত্যয়িত প্রতিলিপিও সঙ্গে রাখতে হবে।১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই নথি যাচাইয়ের কাজ।প্রথম দিন ডাকা হচ্ছে বাংলা বিষয়ের জন্য তালিকাভূক্ত চাকরিপ্রার্থীদের।
প্রায় ৭১০ জনের কাছাকাছি চাকরিপ্রার্থীকে প্রথম দিন ডাকা হচ্ছে। শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু’লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে ৩,১২০ জন বিশেষ ভাবে সক্ষম। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। ইন্টারভিউতে জায়গা করে নিয়েছে প্রায় কুড়ি হাজার ৫০০।
