TRENDING:

SIR in West Bengal: এসআইআর ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ ১৩ দফা গাইডলাইন জারি কমিশনের! ছবি লাগবে কিনা, সই কাকে করতে হবে! জানুন ১৩টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা

Last Updated:

SIR in West Bengal: ফর্ম জমা নেওয়ার সময় বুথ লেভেল অফিসারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে। সেই নির্দেশও জারি করেছে নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর নিয়ে নয়া নির্দেশিকা
এসআইআর নিয়ে নয়া নির্দেশিকা
advertisement

কলকাতা:  রাজ্যের ভোটারদের উদ্দেশ্যে এসআইআর ফর্ম জমা নেওয়ার সময় ১৩ দফা গাইডলাইন জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরফতরএসআইআর ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক (optional), এমনই জানাল কমিশন ফর্ম জমা নেওয়ার সময় বুথ লেভেল অফিসারদের বাড়িতে গিয়ে ছবি তুলতে হবেসেই নির্দেশও জারি করেছে কমিশন।

advertisement

১৩ দফা গাইডলাইনে কী কী রয়েছে, দেখে নিন

১. ইউনিক কিউআর কোড সহ এসআইআর ফর্মটিতে আবেদনকারীকে নিজের পুরো স্বাক্ষর বা টিপসই দিতে হবে।

২. যদি কোন ভুল তথ্য দেওয়া থাকে, তবে আবেদনকারীকে সেটি একটিমাত্র রেখা দ্বারা কেটে দিয়ে সেই একই সারির ফাঁকা জায়গায় সঠিক তথ্যটি লিখতে হবে।

advertisement

৩. পরিযায়ী শ্রমিক বা অন্যদের ক্ষেত্রে, যদি আবেদনকারী নিজে স্বাক্ষর করতে না পারেন, তবে সেই পরিবারের যে কোন ভোটার, যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে, তিনি আবেদনকারীর পক্ষে স্বাক্ষর করতে পারেন। সেই ক্ষেত্রে, স্বাক্ষরকারীর পুরো নাম এবং আবেদনকারীরঙ্গে তার সম্পর্ক স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

advertisement

৪. দু’কপি এসআইআর ফর্ম পূরণ করতে হবে। সংশ্লিষ্ট BLO (বুথ লেভেল অফিসার) একটি পূরণ করা স্বাক্ষরিত কপি গ্রহণ করবেন এবং BLO দ্বারা যথাযথভাবে প্রাপ্তিস্বীকার করা অন্য কপিটি আবেদনকারী বা তার পরিবারের সদস্যদের কাছে রাখতে হবে। BLO বাড়িতে গিয়ে ভোটারদের ছবি BLO অ্যাপে তুলবেন।

advertisement

৫. এসআইআর ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক। যে কোন আকারের বর্তমান ছবি যা এই উদ্দেশ্যে নির্দিষ্ট ফাঁকা জায়গায় ঠিকমতো আঁটে, তা লাগানো যেতে পারে।

৬. আবেদনকারী অথবা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিদের এসআইআর ফর্মে সঠিক তথ্য দিতে হবে।

৭. মৃত ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার, অথবা যে ভোটারের নাম বর্তমান অংশ ছাড়াও অন্য কোথাও অন্তর্ভুক্ত আছে (অর্থাডুপ্লিকেট ভোটার), তাদের সম্পর্কিত সঠিক তথ্য আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে স্বাক্ষরকারী ব্যক্তিদের BLO-দের কাছে দিতে হবে।

৮. BLA (বুথ লেভেল এজেন্ট) যারা আবেদনকারীদের পক্ষে প্রতিদিন ৫০টি করে এস আই আর ফর্ম BLO-দের কাছে জমা দিচ্ছেন, তাদের সাদা কাগজে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে যে এসআইআর ফর্মে দেওয়া তথ্য সত্য এবং ভোটাররা তাদের উপস্থিতিতে স্বাক্ষর করেছেন। সেই ঘোষণা পত্রে ওই সমস্ত BLA-এর ফোন নম্বর, ঠিকানা, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিতে হবে।

৯. যদি কেউ এসআইআর ফর্ম অপব্যবহার করে মৃত্যু, স্থায়ীভাবে স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রে কোন ভুল তথ্য দেয়, তবে সেই অসদাচরণ জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর ৩১ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।

১০. BLO-রা আবেদনকারী বা তার পরিবারের সদস্যের জমা দেওয়া এসআইআর ফর্মে দেওয়া তথ্য যাচাই করবেন এবং স্বাক্ষর করবেন। BLO-দের দ্বারা কোন মিথ্যা যাচাই জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এর ৩২ ধারায় বর্ণিত শাস্তিমূলক বিধান অনুযায়ী শাস্তিযোগ্য হবে।

১১. জানানো যাচ্ছে যে, যেহেতু এসআইআর ফর্মগুলি ডিজিটাইজ করা হচ্ছে, তাই সমস্ত তথ্য, নথি, স্বাক্ষর, নাম এবং অন্যান্য বিবরণ ডিজিটাল আকারে রেকর্ডের জন্য সংরক্ষিত থাকবে এবং যে কোন মিথ্যা তথ্য, ঘোষণা বা যাচাইকারী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য যথেষ্ট হবে।

১২. যে ব্যক্তির নাম ২৫/১০/২৮ তারিখ অনুযায়ী ভোটার তালিকায় আছে কিন্তু তিনি এখনও শুমারির ফর্ম পাননি, তিনি টোল ফ্রি নম্বর ১৯৫০, এবং ০৩৩-২২৩১-০৮৫০ (অফিস চলাকালীন, সকাল ১০:৩০ থেকে বিকেল ০৫:৩০ পর্যন্ত) এ ফোন করতে পারেন। অথবা, নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর উল্লেখ করে হোয়াটসঅ্যাপ বার্তা (৯৮৩০০৭৮২৫০) বা ইমেল (ceo-election-wb@nic.in) পাঠাতে পারেন

১৩. এসআইআর ফর্ম পূরণের জন্য BLO, সুপারভাইজার, AERO, ERO, এবং DEO-দের সাহায্য ছাড়াও সাধারণ মানুষ নিম্নোক্ত নম্বরে ফোন করে সাহায্য বা সহায়তা চাইতে পারেন:

ক. টোল-ফ্রি: ১৯৫০, এবং

খ. ০৩৩-২২৩১-০৮৫০

সেরা ভিডিও

আরও দেখুন
কেরলের মন্দিরের আদলে কয়েক কোটি খরচে রামপুরহাটে মাথা তুলেছে, বুংকেশ্বরী মন্দির ঘুরে আসুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR in West Bengal: এসআইআর ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ ১৩ দফা গাইডলাইন জারি কমিশনের! ছবি লাগবে কিনা, সই কাকে করতে হবে! জানুন ১৩টি গুরুত্বপূর্ণ নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল